সোমবার, ২৫ জুলাই, ২০১১

এক জীবন - শহীদ / শুভমিতা

এক জীবন

শিল্পী : শহীদ / শুভমিতা
এলবাম : নীলাম্বরি

 
তুমি আমি কাছাকাছি আছি বলে
এ জীবন হয়েছে মধুময়,
যদি তুমি দুরে কখনো যাও চলে
শুধু মরন হবে আর কিছু নয় ।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়

তোমারি পরশে ভালোবাসা হায়
আসে মনের ই আঙ্গিনায়,
নয়ন ভরে দেখি তোমায়
তবুও বুঝি দেখার শেষ নাই।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়


সুখের সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু'জনে একসাথে ভেসে যাই,
ভেসে ভেসে ভালোবেসে
সারাটা জীবন থাকতে চাই ।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়



বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১১

অভিমান-ব্ল্যাক

অভিমান

ব্যান্ড – ব্ল্যাক
এ্যালবাম – আমার পৃথিবী

স্বগত লগ্নে জমাট স্তব্ধতা ঘুম পেলে ক্ষতি কি
তোমার চোখে গভীর বিশ্বাস হারালে ক্ষতি কি
কেবলই অভিমানের রাত তবে কেন প্রতীক্ষা
ক্ষয়া চোখে ভুলের বিন্নাস নিভু স্বপ্ন বাতিটা

আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে
আমাকে এড়িয়ে
তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো

তোমার চারুগৃহ কেন যে খুলে যায়
দেয়ালে মাথা কোটে ধূসর আঁধার
দু’চোখ অন্ধের উপড়ে ফেলো তুমি
মাতাল ভাড় হোক সঙ্গী তার

আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে
আমাকে এড়িয়ে
তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো


মানুষ পাখির গান-ব্ল্যাক

মানুষ পাখির গান

ব্যান্ড : ব্ল্যাক

এবার মুখমুখি ,বসে কি কথা হবে ,
কি মিথ্যের স্বপ্ন সাজাবে,
এর চেয়ে বরং দুজনেই চুপচাপ থাকি ,
যেন দুটি পাখি,
উড়ে যাও না কেন ,
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?

আমার ভেতর বৃষ্টির শব্দ শুনি,
বৃষ্টির রাতে পাখিরা কোথায় লুকায় ,জান নাকি তুমি ,কোথায় লুকায় তারা ?
উড়ে যাও না কেন ,
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?

ডাউনলোড করুন : মানুষ পাখির গান

সাদাকালো – দীপ নেভার আগে

সাদাকালো – দীপ নেভার আগে


সাদাকালো ধূসর এলোমেলো
সুপ্ত স্বপ্ন যত দিচ্ছে ডাক
আঁধো আলোয় তুমি হেঁটে বেড়াও
দূরে দেখি তোমার-ই ছায়া…

স্বাধীন কোন পাখির মত
ডানা মেলে স্বপ্ন জ্বেলে
আমি তুমি বন্ধু সবাই
বাঁধা ফেলে চলেছি এগিয়ে…

রেখোনাকো কোন ক্ষোভ
তুমি জমিওনা অভিযোগ
এখনি সময় এগিয়ে যাবার
চলো বন্ধু যাবে…

দীপ নেভার আগে
এসো স্বপ্নের ঘুড়ি ওড়াবে
ক্লন্তি ছোয়ার আগে
চলো সত্যের দীপ জ্বালাবে…

 
সাদাকালো ধূসর এলোমেলো
সুপ্ত স্বপ্ন যত দিচ্ছে ডাক
মেতে উঠি উল্লাসে সবাই
চিৎকার করে গেয়ে যাই…

যদি বাজে সূর অচেনা রাগে
তুমি শুনিও সে সূর দীপ নেভার আগে…

স্বাধীন আমরা বেড়িয়ে পথে
নিয়ম ভাঙি দীপ নেভার আগে
চলো এবার হারিয়ে যাই……….
  

রবিবার, ৩ জুলাই, ২০১১

ফেরারী এই মনটা আমার

ফেরারী এই মনটা আমার

ব্যান্ডঃ এল আর বি

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার

কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আছি বারেবার

যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আছি বারেবার

নিকষ কালো এই আঁধারে - পেপার রাইম

নিকষ কালো এই আঁধারে

ব্যান্ডের নামঃ পেপার রাইম

অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়

রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়…

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।

কিছু পুরোনো গান
কিছু পুরোনো ছবির অ্যালবাম
এসবই আমার সাথী হয়ে রয়

কাকডাকা ভোরে
যখন সূর্য ঢুকে ঘরে
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়
আমার এ জগত বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয়
মৃত্যুই কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে

আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে
চাই তোমাকে এখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।