শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

স্বপ্ন যাবে বাড়ি (shopno jabe bary) - Milon Mahmud

শিরোনাম: স্বপ্ন যাবে বাড়ি (shopno jabe bary)
Artist: মিলন মাহমুদ (Milon Mahmud)
অ্যালবাম: Gopone


স্বপ্ন যাবে বাড়ি আমার,
পথ দেব পাড়ি তোমার।
কাছে যাব ফিরে পাহাড়ে পাহাড়।


সাঝ বেলায় সাজ সাজ রব,
ছুটে যাব সেই হাঁসির টানে।
চলে যাব স্মৃতির কোলে,
আমার সব যেখানে।


বাঁধন ভুলে, স্মৃতির টানে,
যাচ্ছি ফিরে চেনা পথে, রঙ্গিন অনেক গল্প ভেবে,
স্বপ্ন ভরা দু’চোখ নিয়ে।


ফিরে যাব আমার উঠোনে, ছুঁয়ে যাব সবুজ ভুবনে।
সাদা মাটির গন্ধ বুকে তোমার স্বপনে।

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

তারায় তারায় (Taray Taray) - James

শিরোনামঃ তারায় তারায় (Taray Taray)
ব্যান্ডঃ ফিলিংস (Feling)
অ্যালবামঃ নগর বাউল (Nogor baul)
Artist: জেমস (James)




সুন্দরীতমা আমার
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো
এই আকাশ আমার

নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখ
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বল আমি
একান্ত তোমার

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

ক্যামেলিয়া হাতে এই সন্ধায়
ভালোবেসে যতখুশি
বলতে পারো
এই ফুল আমার
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নীরব

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

জোছনা লুটালেই
তুমি অধিকার নিয়ে
বলতে পারো
এই জোছনা আমার

এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল আমাকে
আমি থাকবো না নির্বাক

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২

প্রিয়তমা (Priyotoma) - Arfin Rumey

শিরনাম: প্রিয়তমা (Priyotoma)
ভালোবাসি তোমায় (Bhalobashi Tomay)
আরিফিন রুমি (Arfin Rumey)


তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।।
পথের শুরু থেকে শেষে যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা।

ভালোবাসি তোমায় কত দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে
ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে


তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।

বলোনা কোথায় তুমি (Bolna Kothay Tumi) - Arfin Rumey And Kheya

শিরোনাম: বলোনা কোথায় তুমি (Bolna Kothay Tumi)
অ্যালবাম: ভালোবাসি তোমায় (Bhalobashi Tomay)
আরফিন রুমি এবং খেয়া (Arfin Rumey And Kheya)


বলোনা কোথায় তুমি, এবুকে আছো কোন পাশে?
বলোনা কোথায় তুমি, আছো কি মিশে নিঃশ্বাসে?
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। 

ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।

জোছনা নামাও তুমি হৃদয় আঙিনায়
আমার পৃথিবী সাঁজাও মধু পূর্ণিমায়।

রাত শেষে ভোর নামাও কতো ভালোবেসে
সারাদিন জড়িয়ে রাখো সুখেরি আবেশে,
তুমি আছো বলে, ফাগুন আসে কোলে।

মনের নাওটা তুমি দোলাও আনমনে
ছবি হয়ে থাকো তুমি এ মনের গহীনে।

কখনো বা তুমি এ হৃদয়ে হারাও
কখনো তুমি এসে সামনে দাড়াও

হাতে হাত রেখে ছুঁয়ে দেওনা আমাকে
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। 

ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।

শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

ভালোবাসি ভালোবাসি (BHALOBASHI BHALOBASHI)

ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি

আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে
দিগন্তে কার কালো আঁখি
আঁখির জলে যায় ভাসি
ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি

সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে
সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে

সেই সুরে বাজে মনে অকারনে
ভুলে যাওয়া গানের বাণী
ভোলা দিনের কাঁদন
কাঁদন হাসি
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি!!

এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি ...

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

ভালবাসি তোমার ওই রোদ্দুর হাসি

শিরোনাম: ভালবাসি তোমার ওই রোদ্দুর হাসি
শিল্পী: নীরব

ভালবাসি তোমার ওই রোদ্দুর হাসি
দেখে স্বপ্ন কাটে আমার দিবা নিশি,
কি হল আজ আমি ভেবে না পাই
সব হারালেও শুধু তোমাকে চাই।।

সব উপমা শেষে তুমি
তুমি আমার একটাই তুমি,
কতশত ভুল আজ নিত্য চারিপাশে,
ভুলগুলো ফুল হয়ে ফিরে আসে।

জোছনার এই রাত জাগে আমারি সাথে
দীঘির জলধারা তোমার ছবি আঁকে,
কোথায় আমার আজ ঘুম হারাল
স্বপ্ন হয়ে তবু দু'হাত বাড়ালো।

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১২

লেটস মুভ, মুভ রাজশাহী, আমরা দুরন্ত রাজশাহী By Fuad, Shuvo, Jowad & The Others

শিরোনামঃ লেটস মুভ, মুভ রাজশাহী, আমরা দুরন্ত রাজশাহী
কথাঃ আফতাব মাহমুদ খুরশিদ
কন্ঠঃ শুভ, জোয়াদ, ফুয়াদ, সুমনসহ অন্যরা
সুরঃ ফুয়াদ
সঙ্গীতঃ ফুয়াদ


পদ্মার ধু ধু চর
দূর্জয় কৈশোর
মেতে উঠি গম্ভীরা ধরনীতে
আমাদের সূচনা জাগ্রত বাংলায়
বিস্ময় ক্রিকেটের স্মরনিতে
বুকে স্বপ্ন জেতে হবে শীর্ষে
উড়বে পতাকা আলোকিত বিশ্বে
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move


তারুন্য উচ্ছল মাতাল বিস্ময়
উজ্জ্বল মহিমা দেখবে বিশ্ব
দূর্বার সূর্যের ঝলকানি
দূরন্ত বিজয়ের হাতছানি
চোখে স্বপ্ন জেতে হবে শীর্ষে
উড়বে পতাকা আলোকিত বিশ্বে
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move


We are Duronto Rajsashi
We are Duronto Rajsashi


যদি সঙ্গী হও তবে হাত বাড়াও
হাতে হাত রেখে স্বাগত জানাই
ডাকে স্বপ্ন ডাকে স্বপ্ন ডাকে স্বপ্ন
তোমার আমার
ডাকে স্বপ্ন ডাকে স্বপ্ন ডাকে স্বপ্ন
তোমার আমার
We are Duronto Rajsashi
We are Duronto Rajsashi


পদ্মার ধু ধু চর
দূর্জয় কৈশোর
মেতে উঠি গম্ভীরা ধরনীতে
আমাদের সূচনা জাগ্রত বাংলায়
বিস্ময় ক্রিকেটের স্মরনিতে
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move…

We are Duronto Rajsashi
We are Duronto Rajsashi

একদিন স্বপ্নের দিন (হঠাৎ বৃষ্টি)

শিরোনাম: একদিন স্বপ্নের দিন
ছবি: হঠাৎ বৃষ্টি

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন।।

সেই ভাবনায়, ভাবি মনে হয়, 

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসেনা ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জালায়, সৃতির মেলায়
কাটেনা আর দিন।।

একদিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে সুরু হয় চাওয়া পাওয়া।

আজ সুধু পথ চাওয়া, বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে, উজানেতে তরী বাওয়া।


সুধু সে গান ভোলে অভিমান, চোখে অকারণ, ঘোর বর্ষা নামে।।
 

যদি এ পথ ধরে, আমার এ মনের ঘরে,
চিঠি হয়ে অগোচরে, আসে কেউ চুপিসারে।


চাদের ঐ আলো হয়ে, আস মোর ভাঙ্গা ঘরে,
দেখা যায়, যায়না ছোঁয়া, যেন গান চাপা স্বরে।

বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

যখন থামবে কোলাহল

যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকে আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে


যখন ফুলের গন্ধ এসে
আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে
কোকিলের ডাক যদি শোনো
আমি আর দুরে নেই যেনো
একটু পরেই দেখা হবে দুজনাতে


যখন দখিন বাতাস গায়
পরশ বুলাবে এসে
যেনো এসে গেছি
আমি অবশেষে
বাসনার সেই নদীতীরে
চিনে নিও প্রিয় সাথীরে
স্বপ্ন ভেবে কেদোনাকো বেদনাতে

আজ রাতে কোনো রুপকথা নেই (ওল্ড স্কুল)

শিরোনামঃ আজ রাতে কোনো রুপকথা নেই
কথাঃ আহসান সাকিব
ব্যান্ডঃ ওল্ড স্কুল




চাঁদমামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেয়া আমি


রোজ রাতে আর চাঁদের বুড়ি
কাটেনা চরকা রোজ
ও বুড়ি, তুই আছিস কেমন
হয়না নেওয়া খোঁজ


কোথায় গেলো সে রুপকথার রাত
হাজার গল্প শোনা
রাজার কুমার, কোটাল কুমার, পঙ্খীরাজ
সে ঘোড়া


কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই, কোন দৈত্যদানো
সব যে কেড়ে নিলি


কেরে তুই, কেরে তুই
সব সহজ শৈশবকে
বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে


তুই, কে রে তুই
যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি
কোনো এক ভুল স্রোতে


আলাদিন আর জাদুর জীনি
আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম
সময় যে নেই কোনো


আলীবাবার দরজা খোলা
চল্লিশ চোর এলে
সিনবাদটা, একলা বসে
আছে সাগর তীরে


সময়টা আজ কেমন যেন
বড় হয়ে গেছি আমি
তারাগুলো আজও মেঘের আড়াল
কোথায় গিয়ে নামি

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১২

আমি নিরালায় বসে

গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠ - মান্না দে


আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেঁধেছে আবার হারানো দিন
ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়
কবে চলে গেছ সে কথা কখন ভুলেছি
ভুল করে শুধু ফুলের ফসল তুলেছি
তারা মালা না গাঁথার খেলায় শুকাল হে উদাসী

কথায় কথায় যে রাত হয়ে যায়

কথায় কথায় যে রাত হয়ে যায়

গীতিকার - পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার - সুধীন দাশগুপ্ত
কণ্ঠশিল্পী - মান্না দে


 

কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী
খুঁজে দেখনা বুঝে দেখনা
ভেবে দেখনা তাকি জাননা
কিছু না বলে চে গিয়ে
মনকে দিওনা ফাঁকি|

তোমার চোখের আলোয়
আমি এ মন করেছি আলো
আমায় ভালো বাসায়
তুমি প্রকাশ প্রদীপ জ্বালো
প্রিয়ভাষিনী কথা রাখোনি
আশায় আশায় কত যে আর
শুধুই বসে থাকি|

আজ কি তোমার স্বপন দেখার
সময় নিয়ে নিয়ে
যায়রে সব হারিয়ে

তোমার প্রথম ডাকে
আমি অনেক দিয়েছি সাড়া
তোমার মনের ছায়ায়
আমি ঘুরে ঘুরে দিশাহারা
প্রিয় ভাষিনী কথা রাখনি
ফাগুন এসে অজান্তে আজ
হোল কি বৈশাখী|