রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫

Pordeshi megh (পরদেশী মেঘ) [Najrul shongit] (Album:Neelar Gaan) by Neela

পরদেশী মেঘ [নজরুল সঙ্গীত]
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে।।
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যাথা নাহি কি সেথা
বাজে না বাঁশী নদীর তীরে।।
বাদল রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া”
বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া?
ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ?
দেয় না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে।।

পোস্ট করেছেন: TuHiNএই সময়ে: ফেব্রুয়ারী ০১, ২০১৫
ক্যাটাগরি/ট্যাগ:

0 মন্তব্য (সমূহ):

একটি মন্তব্য পোস্ট করুন