শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

Jacchi Chute Bohu Dure (যাচ্ছি ছুটে বহু দূরে) By Shitom Ahmed Lyrics | Runaway Original full Bangla Version

  শিরোনামঃ Jacchi Chute Bohu Dure (যাচ্ছি ছুটে বহু দূরে)

কন্ঠঃ Shitom Ahmed


যাচ্ছি ছুটে বহুদূরে
যেনো পৃথিবী ছেড়ে
জানে না কেউ,
জানে না কেউ..

আর বৃষ্টিতে ভিজে নেচে
ভালোই আছি বেঁচে
বাড়ি নাও আমায়
প্রিয় বাড়িতে এখন
ভালো লাগে না যখন..

আমি কাব্য লিখি
খুব গোপনে
সেই কাব্যে আছে তোমার নাম
জানি দেখি নি তোমায় আজো
তবু করে রেখেছো মাতাল..

তাহলে কি সব কিছুই মিথ্যে
পাবো না কি তোমাকে খুঁজে..?
প্রশ্ন করি তোমাকে আমি আজ..

যাচ্ছি ছুটে বহুদূরে
যেনো পৃথিবী ছেড়ে
জানে না কেউ,জানে না কেউ
আর বৃষ্টিতে ভিজে নেচে
ভালো ই আছি বেঁচে
বাড়ি নাও আমায়
প্রিয় বাড়িতে এখন
ভালো লাগে না যখন..



সোমবার, ৬ জুন, ২০২২

Shoroter Shesh Thekey (শরতের শেষ থেকে) By Inamul Tahsin Lyrics | Music & Singer: Pritom Hasan | Bangla New Song 2022

 শিরোনামঃ Shoroter Shesh Thekey (শরতের শেষ থেকে)

কন্ঠঃ Pritom Hasan (প্রিতম হাসান)
কথাঃ  Inamul Tahsin



গ্রীষ্মতে
ছায়ার মতো শীতল চোখ তোমার
মেঘ হয়ে
ঢেকেছে যত রোদ জানালার
হয়নি সাহস কথা বলার তবু
তোমার নামে
লিখে গেছি এক চিঠি শতবার
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে
পেয়ে যাবে
যে রাতে
তোমার দু'চোখ ঘুমহীন আবার
সেই রাতে
তোমার কাছে পাঠাবো চাঁদ আমার
আলো দেবে সে জেগে রাতভর
তারার সাথে
আর গল্প শোনাবে তোমার আমার
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে
পেয়ে যাবে
শরতের শেষ থেকে
শরতের শেষ থেকে



বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

Deyale Deyale (দেয়ালে দেয়ালে) By Minar Rahman Lyrics - Bangla Song 2017

শিরোনামঃ Deyale Deyale (দেয়ালে দেয়ালে)
কন্ঠঃ
Minar Rahman (মিনার রহমান)
কথাঃ
Robiul Islam Jibon (রবিউল ইসলাম জীবন)
সুরঃ Minar Rahman (মিনার রহমান)
সঙ্গীতঃ
Emon Chowdhury (ইমন চৌধুরী) 
 টেলিফিল্মঃ Tomar Amar Prem (তোমার আমার প্রেম)






বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
জানো না তুমি হীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।।

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।

কত রাত কেটে গেছে আধারে ,
নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে?
কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু দু‘চোখ ভুল সে স্বভাবে।

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।

তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো।
বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো।

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।

বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
জানো না তুমি হীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল) By Miftah Zaman Lyrics - Boro Chele

শিরোনামঃ Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল)
কন্ঠঃ
Miftah Zaman (মিফতাহ জামান)
কথাঃ
Shomeswar Oli (সোমেশ্বর আলী)
সুরঃ
Sajid Sarker (সাজিদ সরকার)
সঙ্গীতঃ
Sajid Sarker (সাজিদ সরকার) 
 টেলিফিল্মঃ Boro Chele (বড় ছেলে)



এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল
এক আধটু কারনে যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম
মনে হয় তোমায় পেলাম
মনে হয় তোমায় পেলাম।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি। 

হয়তো তাঁরার দেশে, হয়তো মেঘের শেষে,
আলো জ্বলে আলো নেভে, তোমার কথা ভেবে
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

বুধবার, ১০ মে, ২০১৭

Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি) Lyrics

Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি)



আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।
তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি,
রক্ত জবার মত তোমার মুখ।

প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি,
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
বানতাম না আর তোর আশায় বুক।

আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়
ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
দেখতাম না আর তোর মায়া মুখ।

আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা
দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।।
তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা,
ডুবে যায় যে তোমার বেলা
তোমার আশায় পাইলাম না ঐ সুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

SEPARATION (সেপারেশন) By PriTom AhmEd Lyrics

SEPARATION (সেপারেশন)
lyric,tune,composition & voice : PriTom AhmEd
album : street singer
film : street sinegr ( film in texas )
post : gaanwala
label : laser vision
year : 2009

লিংক: SEPARATION






একলা জীবন কাটছে একা সাড়ি সাড়ি দুঃখ রেখা
নিঃসঙ্গতা আকড়ে ধরে রোজ পাইনা আমি তোমার কোন খোঁজ
দরজা বন্ধ ঘরের কোনে গান বেঁধে যাই অভিমানে
মাতাল স্মৃতির উজান আসে রোজ পাইনা আমি তোমার কোন খোঁজ
আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ...

কত আবেগের বাড়াবাড়ি কত আপন হবার পণ
সব ক্ষনিকের ভাল লাগা আমি বুঝতে পারি এখন
তোমার খেয়ালীপনা আর আমার বোঝার ভুল
আমি সত্যি চাইনি তোমার কষ্ট হোক একচুল ....
টাকার কাছে হার মানে সব গান কবিতা প্রেমানুভব
পিতার মুখে কন্য শূন্য শোক জল্লাদেরও একটু মায়া হোক
আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ

আমি অনেক পাষান হবো দেব আবেগে শিকল
যেন দু'চোখ গড়িয়ে আর না ঝরে অশ্রুজল
তুমি দেখে নিও ঠিক ঠিক আমি অনেক বদলে যাবো
আমার আদর্শ প্রেম সব বেনামে বিকোবো...
ভন্ডলোকেরা টাকার জোরে কিনছে মেধা দিন দুপুরে
ফাকতালে মহাপ্রেমিক কিছু লোক সত্যি প্রেমের একদিন জয় হোক
আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ...

Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা) Lyrics

Title : Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা)
Artist : সাবিনা ইয়াসমীন ও মাহমুদুন নবী

Download : Tumi Je Amar Kobita

 

তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী।
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি।।

আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে
হয়ত সুদূরে যেতে গো সরে
না, না নয়নের নীলে তুমি যে ছিলে।।

তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো
এ মধুর প্রহর হোক না অমর
ওগো মোর পল্লবীনি।।

যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দিন পথের বাঁকে
তুমি যে আমার বলব আবার
চিরদিন তোমারে চিনি।।

 

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি) By Arafat Mohsin Lyrics


Title : Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি)
Artist : Arafat Mohsin (আরাফাত মহসিন)
Album : Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি)

Download : Shoto Danar Projapoti



নতুন ভোর উঠলো সুরে
নিলো তোমার ঘুমকে তুলে,
তখন আমি আলো হয়ে
ছুয়ে তোমার কপালে..।

ও..ও..ও..চোখ  খোলে আমায় দেখে
আলসেমিতে খুব তুমি অভিমানে,
কুয়াশা মেখে তোমার ঠোটে
লুকোচুরি খেলে গানে..।

ছেড়ে দিয়ে নাটাই সুঁতো
উড়াই ইচ্ছে ঘুড়ি,
একে দেই নীল আকাশে
শত ডানার প্রজাপতি..।।


 একটা দুপুর রঙ্গিন সাঁজে
ডানা মেলে ওই বাতাসে,
হারাবো আজ মেঘের ভাঁজে
দেখবো তোমায় নতুন সাঁজে..।।


শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

Ei Bhalo Ei Kharap (এই ভালো এই খারাপ) By Arijit Singh & Monali Thakur Lyrics

TitleEi Bhalo Ei Kharap (এই ভালো এই খারাপ)
Artist : Arijit Singh & Monali Thakur
Album : Golpo Holeo Shotti

Download : Ei Bhalo Ei Kharap 

এই ভালো এই খারাপ প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে।
দুজনেই মনটাকে বেঁধে ফেলি সাত পাকে
চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে।

দেখনা এই অকাল শ্রাবন নেমেছে আজ হাজার বারন জেনে
আওয়াজ শুনে আমায় ডাকো ডাকো চাদর আমার কাছে টেনে
রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর ভিজে গেছি বৃষ্টি নামার পর
তুমি আমি দেখছি কেউ যাযাবর যাচ্ছি চলে।

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

Valo Achi Valo Theko (ভাল আছি ভালো থেকো) By Andrew Kishore & Konok Chapa Lyrics

Title : Valo Achi Valo Theko (ভাল আছি ভালো থেকো)
Artist : Andrew Kishore & Konok Chapa
Album : তোমাকে চাই

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
তেমনি তোমার
নিবিড় চলা
ভিতরের নীল বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।
 
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড়
ছোয়া
গভীরের এই বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

Kothay Tumi (কোথায় তুমি) By Sumon And Alif

Title : Kothay Tumi (কোথায় তুমি)
Artist : Sumon And Alif
Album : Unreleased

Download : Kothay Tumi


 ধীরে ধীরে জমছে বালি চোখের ভেতর
আসেনা ঘুম আমার যে আর আগের মত,
সপ্ন গুলো ছিটকে পরে ভেঙ্গে চৌচির
অপেক্ষাতে অপেক্ষাতে আমার হাসি।

শীতের রাতে হাটতিশ আর এই ঠান্ডা হাওয়া
হয়না আমার আগের মত কিছুই পাওয়া,
মধ্য রাতে চাপটে ধরে কালো ছায়া
কবিতার সব্দ গুলোর পালিয়ে যাওয়া।

হাতের মুঠোয় তোমার হাতটি খুজি
জ্বরের ভোরে কপালটাতে স্পর্শ খুজি
কান্না ভেজা চোথে কেউ আজ দেয়না রুমাল
সবার জন্য আমি তবু কেউ নয় আমার।

কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি।।

যাচ্ছে চলে সব কিছু অনেক দূরে
যাচ্ছে সময় যাচ্ছে জীবন যাচ্ছে সরে,
শেষ বিকেলের ছবিটাতেও একাই আমি
একা একাই দেখবে আকাশ চোখের পানি।

নতুন রূপে সাজছে যে আজ পূরান অসুখ
আমার কি আর হবেনা দেখা তোমার সে মুখ,
গানটা শেষে আমার চাওয়া একটুখানি
খোলা চোখের শেষ দৃশ্যে তোমার হাসি
 
কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি।।

Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও) by Arfin Rumey (New Lyrics 2015)

Title : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও)
Artist : Arfin Rumey (আরিফিন রুমি)
Album : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও)

Download : Kichu Kotha Akashe Pathao


 কিছু কথা বাতাসে পাঠাও
কিছু কথা আকাশে ছড়াও,
কিছু কথা বলো কানে কানে
কিছু কথা হোক গানে গানে।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু রাত জাগি এক সাথে
কিছু রাত ভাঁসি দুজনাতে,
কিছু রাত ভালোবেসে ভোর
কিছু রাত তোমারি ভেতর।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু দিন হাটি রোদ দূরে
কিছু দিন ডুবে থাকি ঘোরে,
কিছু দিন ছুয়ে রব চলো
কিছু দিন হবো এলোমেলো

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে) By Imran (New Lyrics 2015)

Title : Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে)
Artist : Imran (ইমরান)
Album : Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে)

Download : Bolte Bolte Cholte Cholte

 
 

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।
চলতে গিয়ে মনে হয়
দুরত্ব কিছু নয়,
তোমারি কাছেই ফিরে আসি।

তুমি তুমি তুমি শুধু এই মনের আনাছে কানাছে,
সত্যি বলনা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে।।

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখে ছিলাম।।

ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে,
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।


মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে,
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি
সারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে।।

ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে,
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

সোমবার, ১ জুন, ২০১৫

মাইলস (Miles)

মাইলস
Miles 1.jpg
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি-তে ২০০৬ সালের কনসার্টে মাইলস
প্রাথমিক তথ্যাদি
উদ্ভব ঢাকা, বাংলাদেশ
ধরন পপ, রক
কার্যকাল ১৯৭৯ - বর্তমান পর্যন্ত
লেবেল সঙ্গীতা



মাইলস‌ বাংলাদেশের একটি বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড। মাইল্‌স্‌ এর জন্ম ১৯৮১ সালে। এসময় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে (সাবেক হোটেল শেরাটন, বর্তমানের হোটেল রূপসী বাংলা) সপ্তাহে ৫ দিন বাজাতো। এতে তারা সন্তুষ্ট ছিল, কিন্তু তারা তাদের প্রথম বাংলা মিউসিক এলবাম বের করার পরপর-ই জনপ্রিয় হয়ে যায়। ১৮৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তারা সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে বাজিয়েছিল। মাইলসের সদস্য হামিন আহমেদ ও শাফিন আহমেদের বাবা কমল দাশগুপ্ত আর মা ফিরোজা বেগম। ব্যান্ডটি ডিপ পার্পল, সান্তানা, পিংক ফ্লয়েড এবং বিটল্‌স ব্যান্ডের সংগীতের দ্বারা প্রভাবিত।


বাংলাদেশ টেলিভিশন এ মাইল্‌স্‌ হিসেবে তাদের প্রথম অংশগ্রহণ ১৯৮২ সালে। ঐ বছরই মাইল্‌স্‌ শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৫০০ সংগীত পিপাসু দর্শকের সামনে তাদের প্রথম সরাসরি কনসার্ট অনুষ্ঠিত করে। ১৮৮২ সালে তারা তাদের প্রথম অ্যালবাম বের করে ইংরেজি ভাষায়। তাছাড়া তাদের প্রথম অ্যালবামটিও ছিল ইংরেজিতে। ঐ সময় কিছু লোক বলেছিল যে, মাইলস বাংলা গান রচনা করতে পারে না, তার পরই মাইলস তাদের প্রথম বাংলা মিউসিক অ্যালবাম বের করে, অ্যালবামটির নাম হল "প্রতিশ্রুতি"। এর ভেতর "চাঁদ তারা" গানটি খুব জনপ্রিয় হয়েছিল। তাছাড়া বাকি গানও জনপ্রিয় হয়েছিল। ১৯৯৩ সালে তারা তাদের চতুর্থ মিউসিক (দ্বিতীয় বাংলা মিউসিক) অ্যালবাম "প্রত্যাশা" বের করে, যা বিস্ময়কর সাফল্য অর্জন করে। "প্রত্যাশা" অ্যালবামটি বের হওয়ার কয়েক মাসের ভেতরেই তিন লক্ষ কপি বিক্রি হয়। "প্রত্যাশা" এখনও এই দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিউসিক অ্যালবাম। মাইল্‌স্‌-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ফরিদ রশিদ যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন।



মাইলস
Miles in Seattle 2012.JPG
Miles performing in Seattle (Oct 2012)
প্রাথমিক তথ্যাদি
উদ্ভব ঢাকা, বাংলাদেশ
ধরন পপ রক
কার্যকাল ১৯৭৯ থেকে বর্তমান

সদস্যবৃন্দ শাফিন আহমেদ
হামিন আহমেদ
মানাম আহমেদ
সৈয়দ জিয়াউর রহমান তুরজ
ইকবাল আসিফ জুয়েল


সঙ্গীতের ধরণ

মাইলস, তাদের রক, পপ ও অন্যান্য ধরণের ব্যান্ড দল হিসেবে প্রকাশ করেছে। মানাম বলেছেন, "আমরা ব্লুস, রক, ল্যাটিন, জ্যাজ, এবং টেকনো মিউসিক দ্বারা অনুপ্রাণিত" । "তাই আমাদের সঙ্গীতে অনেক ধরনের সাউন্ড ও ধরণ রয়েছে"।

মাইলস এর অর্জন

১৯৯২ সালে মাইলস ব্যাঙ্গালোরের দর্শকদের চিত্তাকর্ষণ করেছিল এবং ইন্ডিয়াতে তিন ঘণ্টার একটি ইংলিশ কনসার্ট করে সবাইকে মুগ্ধ করেছে। তারা প্রথম ১৯৯৪ সালে বাংলাদেশে সিডি বের করে, ডিস্কো রেকর্ডিং (Disco Recording) নামে লস অ্যাঞ্জেলেস (Los Angeles) এর একটি রেকর্ডিং কম্পানি মাইলস এর প্রথম সিডি অ্যালবাম বেস্ট অব মাইলস বের করে। ১৯৯৬ সালে তারা ইন্ডিয়াতে পাঁচটি, আবু-ধাবি ও দুবাইতে দুইটি কনসার্ট করে। এবং চ্যানেল এম ও এমটিভি সরাসরি এই কনসার্ট রেকর্ড করে। ১৯৯৬ তারাই প্রথম বাংলাদেশী ব্যান্ড ছিল, যারা প্রথম ইউএস ও ক্যানাডায় সফরে যায়। শাফিন আহমেদ বলেছেন, "আমরা আমাদের শৈশবের থেকে সঙ্গীত প্রশিক্ষণ পেয়েছি" । ঘটনাবশত হামিন এবং শাফিন আহমেদ বহুল প্রচলিত নজরুল গীতির একজন একনিষ্ঠ সাধক ফিরোজা বেগম এর পুত্র। এবং মানাম আহমেদ হচ্ছে বাংলাদেশের বিশিষ্ট সংগীত পরিচালক মনসুর আহমেদ এর পুত্র। মাইলস এর ইতিহাসে তাদের একটি অন্যতম কনসার্ট হয়েছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে, যেখানে সাংবাদিক সহ প্রায় ৬০,০০০ দর্শক হয়েছিল। এই কনসার্টটি আয়োজিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর তত্ত্বাবধানে, এবং স্পন্সর ছিল পেপসি । ২০০১ সালে মাইলস নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্ট এর জন্য আমন্ত্রিত হয়। ঐ কনসার্টে আরও ছিল জুনুন এবং সিল্ক রুটিন ব্যান্ড। মাইলস তাদের সাথে সেই প্রথম বারের মত অনুষ্ঠানে যোগ দিয়েছিল। তারা ৩৫০ এরও বেশি কনসার্ট করেছে, এবং অনেক চ্যারিটি শো করেছে। মাইলস তাদের পঞ্চম অ্যালবাম "প্রত্যয়" বের করার পর দু মাসের জন্য যুক্তরাষ্ট্র ও ক্যানাডা ভ্রমণে যায়। ১৯৯৭ সালের দিকে তারা নিউ ইয়র্ক(New York) ডালাস (Dallas) ওকলাহোমা (Oklahoma) শিকাগো (Chicago) এবং ফ্লোরিডা (Florida) তে ২,৫০০ হাজার দর্শক এর সামনে কনসার্ট করে। মাইলস এর গান ইন্ডিয়ান এফএম রেডিওতে বাজানো হত। পরবর্তীতে বিবিসি মাইলসের একাধিক সাক্ষাত্কার নেয়। এবং তাদের একাধিক সংগীত পরিবেশন করে। লন্ডনের বাংলা সংবাদপত্র জনমত (Janomot) পত্রিকায় মাইলসের সাক্ষাতকার নেওয়া হয়। ১৯৯৮ সালে মাইলস আবার কলকাতায় কনসার্ট করে। তারা কিছু সংখ্যক মিউসিক ভিডিও বের করে, যা এমটিভি সহ আরও কিছু চ্যানেল এ প্রকাশিত হয়েছে। তাদের "মাইলস(Vol.1)" "বেস্ট অব মাইলস (Vol.2) বের হওয়ার পর তারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।


সদস্যবৃন্দ

বর্তমান সদস্যবৃন্দ

  • শাফিন আহমেদ (বেজ গিটার, কন্ঠ)
  • হামিন আহমেদ (ডাক নাম টুকন) (গিটার,কন্ঠ)
  • মানাম আহমেদ (কি-বোর্ড)
  • ইকবাল আসিফ জুয়েল(গিটার)
  • সৈয়দ জিয়াউর রহমান তূর্য(ড্রামস)

অতীতে যারা সদস্য ছিলেন

  • হ্যাপি আখন্দ - কীবোর্ড, কন্ঠ
  • রবিন - কীবোর্ড, কন্ঠ
  • ফরিদ রশিদ - বেজ গিটার, কন্ঠ
  • ল্যারি বাম্বি - গিটার
  • ইস্তিয়াক - গিটার
  • কামাল মাইনুদ্দিন - ড্রামস

আরও যারা ছিলেন

  • কাইয়ুম - বেজ গিটার
  • মিল্টন - ড্রামস
  • শহিদুল হুদা - ড্রামস
  • মাহাবুব রশিদ - ড্রামস

প্রকাশিত এলবামসমূহ

  • মাইল্‌স্‌ (ইংরেজি) (১৯৮২)
  • প্রতিশ্রুতি (১৯৯২)
  • প্রত্যাশা (আগস্ট ২৩, ১৯৯৩)
  • প্রত্যয় (১৯৯৭)
  • প্রয়াস
  • প্রবাহ (২০০০)
  • প্রতিধ্বনি (২০০৬)




তথ্যসূত্র:
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে



রবিবার, ৩১ মে, ২০১৫

Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন) By Tahsan And Shakila Saki

Title : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)
Artist : Tahsan And Shakila Saki
Album : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)

Download : Chuye Dile Mon

 

আমি ডানা ছাড়া পাখি,
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

তুমি আকাশের ওই নীল,
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো
তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা 
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

যেন ছায়া হয়ে আছি,
যেন তোমায় নিয়ে বাঁচি
তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি
তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।