
ছায়ামেঘ
কন্ঠ : বাপ্পা/কনাকথা, সুর ও সংগীত : প্রিন্স মাহমুদ অ্যালবাম : নির্বাচিতা
তোমায় ভালোবাসি
তাই ছায়ামেঘ আমি হবো
যখন রোদ্দুরে তুমি হাঁটো।
থাক চোখভাঙ্গা হাসি
তাই নুনে ভরা ব্যথা জলটুকু তুমি
আমার দু’চোখে বাটো।
সারা দিনমান যেখানেই তুমি
ঠিক সেখানেই থাকবো
যতটুকু ভালবাসা সম্ভব
ততটুকু...