সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

সারাদিন তোমায় ভেবে [SARADIN TOMAY VEBE]

শিরোনাম: সারাদিন তোমায় ভেবে [SARADIN TOMAY VEBE]
পার্থ বড়ুয়া

 ডাউনলোড করুন : SARADIN TOMAY VEBE



সারাদিন তোমায় ভেবে
হল না আমার কোন কাজ
হল না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ


সারাদিন গাছের ছায়ায়
উদাসী দুপুর কেটেছে
যা শুনে ভেবেছি এসেছ
সে শুধু পাতারই আওয়াজ


হাওয়ারা হঠাত এসে জানাল
তুমি তো তুমি আমার কাছে আসবে না
এক হৃদয় হয়ে ভাসবে না
তবে কী একাই থাকব
তবে কী আমার কেউ নেই
সারাদিন যেমন কেটেছে
তেমনি কি যাবে গো সাঝ

সূর্য [Shironamhin - Shurjo]

শিরোনাম: সূর্য [Shironamhin by Shurjo]
ব্যান্ড: শিরোনামহীন
অ্যালবাম: Bondho Janala

ডাউনলোড:  Shironamhin - Shurjo Download


অচিন পাখি দিল ফাঁকি, উদাস বাউল কাকে ডাকি
জলের মাঝে জীবনগুলো, তেপান্তরের পাথর ধুলো
সাগর তীরের জীবন দেয়াল,
সূর্যটাকে রাখিস খেয়াল


গাছের চূড়ায় নতুন শহর, নদী পানি ফুলের বহর
সময় কাঁটা আতশবাজি, কাঁটাতারে বৃক্ষরাজি
স্বপ্ন দহণ পূণ্য না সয়
সত্যবচন ধর্মে না রয়


কথার মাঝে নোনা দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল


কল্প সাধন মাতাল হাওয়া, আপন পথে হারিয়ে যাওয়া
জীবন দেখার অবাক টানে, সরল রেখার অন্য মানে
তোমার আমার কাঁচের দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

নীতির পুরোহিত [Defy - Nitir Purohit]

শিরোনাম: নীতির পুরোহিত [Nitir Purohit]
DEFY
কথা: রেজাই
অ্যালবাম: Rock 707
ডাউনলোড লিংক: Defy - Nitir Purohit Download

আজ নিন্দুকের বিম্বতে, আমার জীবন
আজ সময়ের অর্গলে, দিকভ্রান্ত, উদভ্রান্ত
তোমারই গ্লানির পূর্ণতায় আমি
সময় তখন করছে গ্রাস, আমার ভূবন
চারিদিকে ছুটোছুটি, স্বপ্ন হাহাকার
শূন্যচোখে খোঁজে, দাঁড়কাক কোথাকার
তবুও যে, কিসের খোঁজে, আমি ছুটে যাই
শূণ্য চোখেই, স্বপ্ন সাজাই, সভ্যতা ছাড়াই
অবমূল্যায়ন অসঙ্গত, নিঃসন্দেহে নিরুত্তাপ
বৃথা প্রয়াস অসংযমী, আকষ্মিক নিষ্পাাপ
নীতির অভিধান অনাবৃত,
আজ নীতির পুরোহিত বিবর্ণ
ঈর্ষার খামে ঘৃণার প্রলাপ,
নীতির সত্য বিলুপ্ত
আত্মমগ্ন অনুশীলন সূত্রবদ্ধ স্বপ্ন
দুঃসাহস অদম্য ইচ্ছাশক্তি তুচ্ছ
অবধারনের পান্ডলিপির সূক্ষ্মতার হুংকার
অনাবশ্যক প্রত্যতার দম্ভ বারবার
গদ্যময় প্রতিধ্বনির স্থল তিরষ্কার
শৃঙ্খলের ছাড়া প্রতিচ্ছায়া পেরিয়ে

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

আমি বৃষ্টি দেখেছি [Ami Bristi Dekhechi]

শিরোনাম: আমি বৃষ্টি দেখেছি [Ami Bristi Dekhechi] 
অঞ্জন দত্ত


আমি বৃষ্টি দেখেছি
বৃষ্টির ছবি একেছি
আমি রোদে পুড়ে
ঘুরে ঘুরে অনেক কেঁদেছি


আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার
খেলা থামেনি
শুধু তুমি চলে যাবে
আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি


চারটে দেয়াল মানেই নয়তো ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর


আমি অনেক ভেঙ্গেচুরেও
আবার শুরু করেছি
আবার পাওয়ার আশায়
ঘুরে মরেছি
আমি অনেক হেরে গিয়েও
হারটা স্বীকার করিনি
শুধু তোমায় হারাবো
আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি


হারিয়ে গেছে তরতাজা সময়
হারিয়ে যেতে করেনি আমার ভয়
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর


আমি অনেক স্রোতে
বয়ে গিয়ে
অনেক ঠকেছি
আমি আগুন থেকে
ঠেকে শিখে
অনেক পুড়েছি
আমি অনেক কষ্টে
অনেক কিছুই
দিতে শিখেছি
শুধু তোমায় বিদায় দিতে হবে
স্বপ্নেও ভাবিনি

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

বাবা [James - Baba]

শিরোনাম: বাবা [James - Baba]
জেমস

ডাউনলোড করুন : James - Baba


ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা…
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ
অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥


চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী…
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥

বন্ধু তোমায় [Bondhu Tomay]

শিরোনাম: বন্ধু তোমায় [Bondhu Tomay]
ব্যান্ড: চন্দ্রবিন্দু


ছেড়া ঘুড়ি রঙিন বল
এইটুকুই সম্বল
আর ছিলো রোদ্দুরে পাওয়া বিকেলবেলা
বাজে বকা রাত্রি দিন
এসটিরিক্স টিনটিন
এলোমেলো কথা উড়ে যেতো হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেতো গোধুলী মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।


গল্পের মতো ইশকুল বাড়ী
জমে ওঠা ক্ষত খেলবো না আড়ি
সে খেলা কানা গলি রোদ চুপিসারে
এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।


বইমেলা গুলো গার্গি শ্রেয়শী
চেনা মুখগুলো পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।


ছেড়াছবি স্ফটিক জল
এইটুকুই সম্বল
বাদবাকী রোদ চলে যাওয়া বিকেল বেলায়
একঘেয়ে ক্লান্ত দিন
টানকুস এসপিরিন
যানজটে দেরী হয়ে গেল এ কালবেলা
মরা মাছের চোখ যায় যতদূরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

খুব জানতে ইচ্ছে করে [Khub Jante Issa Kore]

শিরোনাম: খুব জানতে ইচ্ছে করে [Khub Jante Issa Kore]
শিল্পীঃ মান্না দে



খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছ।।


এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।।


এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে।।


এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।।

কফি হাউসের সেই আড্ডাটা [Coffee houser sei addata]

শিরোনাম: কফি হাউসের সেই আড্ডাটা [Coffee houser sei addata]
শিল্পীঃ মান্না দে
সুরঃ সুপর্ণ কান্তি ঘোষ





কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।


নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে
জীবন করে নি তাকে ক্ষমা হায় ।


সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখ্ পতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়ীবাড়ী সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে
নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো ।



একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনারটা ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম ।


কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হোল না কোথাও ছাপা
পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোশালে ‘অ্যামেচার’ নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো ।



সেই সাত জন নেই আজ
টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা অজোও খালি নেই
একই সে বাগানে আজ
এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এল গেলো
কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায় ।



কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

বেদনা [Bedona] - শূন্য

শিরোনাম: বেদনা [Bedona]
ব্যান্ড:
শূন্য


ডাউনলোড করুন: Shunno - Bedona



তুমি আমার নয়তো সুখ, তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয় না তো, বেদনার মতো নয় রঙা ।
জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই
হয়তো দুবাক্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয় ।।


আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই ।।


তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজব
রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো ।
শেষ বিকেলের ছায়ায় নীল
আকাশের বুকে আমি, লাল রঙা স্বপ্ন আঁকব ।।


তুমি চাইলে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো
নোনা বালিচরেতে একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো ।
গোধুলির আলো আঁধারিতে ঊর্মির সাথে দুজনা,
নীলের বুকে আজ হারাবো ।।

শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

চাইতে পারো [Chaite Paro] - অর্থহীন

শিরোনাম: চাইতে পারো [Chaite Paro]
ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম: অসমাপ্ত -১


ডাউনলোড করুন: Aurthohin - Chaite Paro


চাইতে পারো আবার সেই জোছনা
ঘরের সিলিং এ সন্ধাতারাটা
চাইতে পারো সারা রাত আর সারা দিন
হবে না যে কখনো আর লোডশেডিং।
চাইতেই পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোয়ার স্বপ্ন দেখতে
চাইতেই পারো শুনতে নতুন এক গান
করবো না যেখানে তোমায় আর অপমান।

একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত..
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।

তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।

চাইতেই পারো তুমি জি সিরিজ থেকে
ফুয়াদ ফিচারিং অ্যালবাম ছাড়তে
চাইতেই পারো চেষ্টা করে দেখতে
কে আছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে।
চাইতেই পারো তুমি হয়ে যেতে
আজকে এফ এম চ্যানেলের হিট কোন আরজে..
চাইতেই পারো নতুন এক ডিও স্প্রে
মনের দূর্গন্ধটা দূর করতে।

একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।

তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।

একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত..
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।

তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।

শেষ গান [Sesh Gaan] - অর্থহীন

শিরোনাম: আমার প্রতিচ্ছবি [AMAR PROTICHOBI]
ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম:
অসমাপ্ত -১

 
ডাউনলোড করুন: Aurthohin - Sesh Gaan


যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে,
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গান টা লেখার শেষে।

যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম গানের গলা যাচ্ছে যেন মরে।
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত ঝরে।

সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।

তাই এখন চাঁদের ভেতর চঁন্দ্রবিন্দু আঁকি,
নীল চোখে সুঁই ফুটিয়ে লাল ছবি আঁকি।
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো
সুত্ত্রগুলো উল্টো করে ভুল অঙ্ক কষি।
যখন আমি থাকবনা আর যেয় আমায় ভুলে,
হয়তো ঘড়ির কাঁটার মত আসব আমি ফিরে।

জানি বলছি আবোল তাবো্ল উল্টো পাল্টা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যথা।

সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।
হারিয়ে গেছি আমি…

আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি একটি কথা পারবে কি শুনতে,
আমার এপিটাফের গায়ে যেন থাকে লেখা,
গেত গান এই মানুষটা খুব মন্দ না।

হারিয়ে গেছি আমি…

প্রবাস থেকে [Probash Theke] - অর্থহীন

শিরোনাম: প্রবাস থেকে [Probash Theke]
ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম: বিবর্তন


ডাউনলোড করুন: Aurthohin - Probash Theke


একটি ছেলে রাতের ঘুমটা ফেলে
করছে স্মৃতি রোমন্থন
বুকের মাঝে তার হাহাকার
আর চাপা ক্রন্দন

কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা
কতদিন দেখিনা তোমায়
আমার বাংলাদেশ
কতদিন দেখিনা

একটি মেয়ে কোন এক দুরদেশে
যাচ্ছে সকালে অফিসে
হয়না যে তার আর ছাদে বৃষ্টিতি ভেজা
খাওয়া হয় না যে আমের আচার

কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা
কতদিন দেখিনা তোমায়
আমার বাংলাদেশ
কতদিন দেখিনা

একজন মানুষ ফিরছে বাড়ি
সারাদিন হাড়ভাঙা খাটুনি
শোনে না যেন সে অনন্তকাল
ভোরের সেই আজানের ধ্বনি

মনেপরে তার গাঁয়েরই কথা
শীতের রাতে আগুন পোহানো
ভোরবেলায় খেজুর গাছে
বন্ধুরা মিলে রসচুরি করার আনন্দ

কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা
কতদিন দেখিনা তোমায়
আমার বাংলাদেশ
কতদিন দেখিনা

নির্বোধ [Nirbodh] - অর্থহীন

শিরোনাম: নির্বোধ [Nirbodh]
ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম: বিবর্তন


ডাউনলোড করুন: Aurthohin - Nirbodh

নিঝুম রাতে ছাদের কোনে
বসে থাকি আমি
মনের মাঝে ঘুরতে থাকে
সুখের সব স্মৃতি

আকাশ ভেঙ্গে পড়ছে ছাদে
মিষ্টি চাঁদের আলো
জোছনাটা দেখলে যে
সবই লাগে ভালো

হে নির্বোধ তুমি যে এখনো একটি শিশু
ছেড়া কাঁথায় ক্ষুধার্ত শরীরে ভালো লাগে না কিছু
ভরা পেটে নরম বিছানায় স্বপ্ন দেখো তুমি
পূর্ণিমার চাঁদটা আমার কাছে ঝলসানো এক রুটি

বুকের মাঝে লুকিয়ে আছে
আমার ভালোবাসা
ছড়িয়ে দেবো আকাশটাতে
নতুন এক আশায়
কোন একদিন আমার সামনে
এসে দাড়াবে সে
বলবে সে ভালোবাসি
মুচকি হেসে

তোমার কথা শুনে আমার যে হাসি পায়
কি দেখেছো তুমি নির্বোধ এই ভালোবাসায়
ভালোবাসা যে আসলে প্লাস্টিকের ফুল
বর্ন আছে গন্ধ নেই করো না এ ভুল

আমার আছে সুরের জগৎ
হারাই আমি সেথায়
নতুন গান নতুন সুর
আমার গানের খাতায়
সুর দিয়েই আমার জগৎ
আমি ভরিয়ে রাখি
দুঃখ আর অস্থিরতা
দুর করে ফেলি

সুরের জগৎ নিয়ে অহংকার নির্বোধ তুমি
এ জগতেও আছে ভন্ডামি আছে রাজনীতি
মনের মাঝে অনেক কথা আমি বলতে পারিনি
নেতাদের এই নোংরামিতে হারিয়ে গেছি আমি

তোমার এই হতাশা
ভুলে গিয়ে অন্যভাবে
চল দেখি এই পৃথিবীটাকে
তোমায় দেখে মনের মাঝে
আজ আমার প্রশ্ন জাগে
তবে কি সবই ভুল

বয়স [Boyosh] - অর্থহীন

শিরোনাম: বয়স [Boyosh]
ব্যান্ড:  অর্থহীন
অ্যালবাম: Lokayot

ডাউনলোড: Boyosh - Aurthohin


বয়স তোমার শৈশব ছেলে
সুন্দর এই সকাল
ধুলোয় তোমার বালুর রাজ্য
ভুল শব্দ গান।
পকেটে তোমার ভাংতি পয়সা
মনের ইচ্ছা লজেন্স
তোমার জীবন মিষ্টি বড়
স্বপ্ন আজব দেশ।

বয়স তোমার কৈশর ছেলে
ছায়া তোমার বিকাল
আকাশ তোমার ঘুড়ির রাজ্য
চেনা সুর গান।
পাঁচ তোমার ছেঁড়া টাকা
হাফ প্লেট ঝাল।
তোমার জীবন টকে ভরা
চিঠি নীল লাল।

তোমার সাথে বালুর রাজ্য
তোমার সাথে ঘুড়ি
তোমার সাথে চেনা সুর
তোমার সাথে চিঠি
তোমার কাছে গল্প বলা
তোমার কাছেই শুনি
তোমায় নিয়ে লেখা গানে
ফিরে ফিরে আসি।

বয়স তোমার যৌবন ছেলে
গভীর তোমার রাত
অচেনা তোমার রাজ্য
অর্থহীন গান।
দু’ হাত তোমার তোমার ভীষণ খালি
নোনতা বিস্কুট চা
তোমার জীবন এলোমেলো
মিথ্যে আশায় গড়া।

তোমার সাথে বালুর রাজ্য
তোমার সাথে ঘুড়ি
তোমার সাথে চেনা সুর
তোমার সাথে চিঠি
তোমার কাছে গল্প বলা
তোমার কাছেই শুনি
তোমায় নিয়ে লেখা গান
ফিরে ফিরে আসি।

তোমায় আমি চিনি ছেলে
অনেকে দিনের চেনা
তোমার সাথে শেষ রাত্রি
আর হবে না দেখা।

আমার প্রতিচ্ছবি [AMAR PROTICHOBI] - অর্থহীন

শিরোনাম: আমার প্রতিচ্ছবি [AMAR PROTICHOBI]
ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম: বিবর্তন
ডাউনলোড করুন: Aurthohin - Amar Protichobi


মুখটা তুলে আকাশটাতে
দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি
যে চিরকাল
জোছনার আলো যখন
তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই
পাশে পাশে

মনটা খারাপ করে যখন
তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায়
মজার কোন গল্প
চোখের পানি মুছে ফেলে
ভেবো একটুখন
তোমার মাথায় হাতটা বুলাই
যখন তখন

রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ

দুপুর বেলায় কবিতার
বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার
ঝাপসা হয়ে ওঠে
ভেবো আমি পাশেই আছি
তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি
গানের মত করে

ভোরের আলোয় পাখির ডাকে
ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাটার সময়
আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশির কনায়
তাকিয়ে দেখ তুমি
আছে সেথায় তোমার সাথে
আমার প্রতিচ্ছবি

রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ

বাড়িয়ে দাও [Bariye Dao] - অনুপম রায়

শিরোনাম: বাড়িয়ে দাও
কন্ঠ: অনুপম রায়
ছবি: চলো পাল্টাই

ডাউনলোড করুন:  Bariye Dao - Anupam Roy
 

বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই।
বাড়িয়ে দাও, তোমার হাত, তোমার হাত...

কিভাবে কাঁচের দেয়াল,
যেন আটকে থেকে যায়,
কক্ষনো ফুরায় কথায়।
অনেক সন্ধ্যা বেলায়,
তোমার ক্লান্ত চুলের হাত,
ছোঁয়াও আমার মাথায়।

এখন কৃষ্ণচূড়ার আলোয়
আমাদের রাস্তা সাজানো
তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো।

মনের ভেতর ঘরে,
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন।
পাহাড় বরফ ঢেলে,
মুহূর্ত গলানো
হয়তো যাবে তখন।

এখন কৃষ্ণচূড়ার আলোয়
আমাদের রাস্তা সাজানো
তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো।

বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই।
বাড়িয়ে দাও, তোমার হাত, তোমার হাত...