বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

পলকে পলকে (Poloke Poloke)

শিরোনাম: পলকে পলকে (Poloke Poloke)
কন্ঠ: আরফিন রুমি ও পড়শী
অ্যালবাম: নীলাঞ্জনা




পলকে পলকে কি যে হলো
দুটি হৃদয় ভেসে গেলো
পাজর ছুয়ে অবুঝ নদী
ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিল
মনের ভেতর মন নামিয়ে স্বপ্নবুনি চলো ।।


একটা পলক তুমি হলে আড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে আসে না যেন সকাল
চলো দু’জন হৃদয় খুলে হয়ে যাই এলোমেলো ।।


মনটা ছুয়ে তুমি সুনীল আকাশ
সেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার আসন
জুড়ে আছো সবটা নিঃশ্বাস
তোমায় ছাড়া এক জীবনে যায় কি বাচা বলো ।

সোমবার, ১২ মার্চ, ২০১২

জানি তুমিও (Jani Tumio) - Sonu Niigaam

শিরোনাম: জানি তুমিও (Jani Tumio)
শিল্পীঃ সনু নিগম


জানি তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে।


একটু সহজ হতে ছিলনা দোষ
কি এমন দোষ হত করলে আপোষ
যদি দুজনে ভূলে যেতাম সব অভিমান
কি এমন ক্ষতি হত বল তাতে।


এইতো সেদিন তুমি হাতে নিয়ে ফুল
বলেছিলে কোনদিন বোঝনাতো ভূল
যদি দুজনে ফিরে পেতাম সেই মধুক্ষন
কি এমন ক্ষতি ছিল বল তাতে।

আকাশের সবটুকু নীল - Sonu Niigaam

শিরোনাম: আকাশের সবটুকু নীল
শিল্পীঃ সনু নিগম (Sonu Niigaam)


আকাশের সবটূকু নীল নিয়ে
চলে গেছ তুমি কতদূরে
স্বপ্ন দেখা ভূলে গেছে মন
বাজলোনাতো মগ্ন কোন সুরে।


বেদনার নীলটূকু লুকিয়ে যত
তোমাকে পেয়েছি কাছে তত
জোছনা ছুঁইয়েছ পৃথিবী আমার
বিষাদ বিধুর।


এইমনে শুধু মেঘ জমেছে যত
বরষা চোখে ধরেছে তত
রাত্রি আমার সাথী যেন
বেদনা বিধুর।

রবিবার, ১১ মার্চ, ২০১২

Bolchi Tomar Kane Kane - Lata Mangeshkar/Bapi Lahiri

Song : Bolchi Tomar Kane Kane
Artist : Lata Mangeshkar/Bapi Lahiri
Movie : Amar Tumi

bolchi tomar kane kane
amar tumi
bolchi amar gaane gaane
amar tumi
ajke amar pran peyeche onek notun bhasha
onek diner swapna je onek notun asha

tomay peye hoy je mone
ar jonomeo sathi chilam
amra dujan moner sukhe
onek jonom ghure elam
chirodini thakbe aki
amader ei bhalobasa

tumi amar onek apon mene niyeo bole e mon
houna tumi aro kacher
houna tumi aro apon
ek sagare milbo bole
tomar amar srote bhasa