
শিরোনাম: পলকে পলকে (Poloke Poloke)
কন্ঠ: আরফিন রুমি ও পড়শী
অ্যালবাম: নীলাঞ্জনা
পলকে পলকে কি যে হলোদুটি হৃদয় ভেসে গেলোপাজর ছুয়ে অবুঝ নদীঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিলমনের ভেতর মন নামিয়ে স্বপ্নবুনি চলো ।।
একটা পলক তুমি হলে আড়ালমনে হয় দেখি নাই অনন্তকালমনের ভেতর করে কেমন কেমনরাত শেষে আসে না যেন সকালচলো...