
শিরোনাম: Ek Ekta Din Baro Eka Lage (এক একটা দিন বড় একা লাগে)
শিল্পী: Moushumi Bhowmik (মৌসুমী ভৌমিক)
এক একটা দিন বড় একা লাগে ।।
ঘুম চোখ খুলে দেখি ভোর নেই আর,
ভালো করে সকালটা পাওয়া হয় না।
এক একটা দিন বড় একা লাগে!
এক একটা দিন বড় একা লাগে ।।
আঙ্গুলের ফাঁকে ধরা খোলা কলম,
গান বা তোমাকে চিঠি লেখা...