মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

Ek Ekta Din Baro Eka Lage (এক একটা দিন বড় একা লাগে) by Moushumi Bhowmik

শিরোনাম: Ek Ekta Din Baro Eka Lage (এক একটা দিন বড় একা লাগে)
শিল্পী: Moushumi Bhowmik (মৌসুমী ভৌমিক)


এক একটা দিন বড় একা লাগে ।।
ঘুম চোখ খুলে দেখি ভোর নেই আর,
ভালো করে সকালটা পাওয়া হয় না।
এক একটা দিন বড় একা লাগে!

এক একটা দিন বড় একা লাগে ।।
আঙ্গুলের ফাঁকে ধরা খোলা কলম,
গান বা তোমাকে চিঠি লেখা হয় না।
এক একটা দিন বড় একা লাগে!

এক একটা দিন বড় একা লাগে ।।
বিকেলে তোমার সাথে একলা ঘরে,
কি কথা বলবো আমি ভেবে পাই না।
এক একটা দিন বড় একা লাগে!

এক একটা রাত বড় একা লাগে।।
পাশ ফিরে শুলে খাট কঁকিয়ে উঠে
কান পেতে থাকি হাওয়া জেগে উঠে না
কান পেতে থাকি কেউ জেগে উঠে না
এক একটা রাত বড় একা লাগে!

শুক্রবার, ৮ জুন, ২০১২

Dekha Hobe Bondhu (দেখা হবে বন্ধু) by Partho Borua lyrics

শিরোনাম: Dekha Hobe Bondhu (দেখা হবে বন্ধু)
শিল্পী: Partho Borua (পার্থ বড়ুয়া)
ব্যান্ড: সোলস


দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়

দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়

দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে