মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

Rajkonna (রাজকন্যা) By Studio58 & Singers Lyrics

Song Name : Rajkonna (রাজকন্যা)
Vocal : Hadi
Lyric & Tune : Hadi
Recording : Stodio58
Album Name : Studio 58 & Singers

Download : Rajkonna - Jamil Iqbal Haadi



রাজকুমারী দু’একটা কথা বলি
বারান্দাটা ছেড়ে যেওনা
ভালবাসি নিজের থেকে বেশি
একটু খানি দাড়াও না

আমি যে সারাদিন
হয়ে যাই আনমনা
চিৎকার করে বলি
হাত দু’টি ধরে তোমার
তুমি আমার রাজকন্যা

O my princess
দু’একটা কথা বলি
ফোনটা রেখে দিও না
Exam hall -এ তোমাকে চিন্তা করি
একটু কথা বলোনা

চোখ দু’টো ভোরবেলার শিশির
চুলগুলো মেঘলা দিন
দেখলে পরে আমি সত্যি বলছি
হয়ে যাই ভাবলেশহীন

রবিবার, ৭ অক্টোবর, ২০১২

Ja Urey Ja (যা উড়ে যা) By Agoon Lyrics

Song Name : Ja Urey Ja (যা উড়ে যা)
Artist : Agoon
Composer :
Album : Baksher gan

Download : Ja Urey Ja


যা উড়ে যা মনের পাখিটা , জীবন আকাশে দুঃখ ভুলে যা
যা উড়ে যা সময়ের ঘুড়িটা , রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা ।
শত দুঃখের ছেঁড়া পালে শেকড়হীন প্রানে
গগনের চার দেয়ালে জীবনের কি মানে ?


কত যে প্রিয়মুখ মানুষের ভিড়ে , বারেবারে ফীরে যাই সেই চেনা ঘরে
যা কিছু ছুঁয়ে যাই সুখটুকু দিয়ে , মনেরই অভিমান যাবে কি ধুয়ে ?
যা উড়ে যা সময়ের ঘুড়িটা , রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা ।


হৃদয়ের শ্রাবণে ফাগুন বিমুখ , মনেরই কোণে অচেনা অসুখ
কেন যে হেরে যাই জীবনের কাছে , আলো আর আঁধারের সবই কি মিছে ?
যা উড়ে যা মনের পাখিটা , জীবন আকাশে দুঃখ ভুলে যা
শত দুঃখের ছেঁড়া পালে শেকড়হীন প্রানে
গগনের চার দেয়ালে জীবনের কি মানে ?

Chera Shopno (ছেঁড়া স্বপ্ন) By Aurthohin Lyrics

Song Name : Chera Shopno (ছেঁড়া স্বপ্ন)
Singer : Bassbaba - Sumon
Composer : Bassbaba - Sumon
Artist : Aurthohin
Album : Aushomapto 1


Download : Aurthohin - Chera Shopno


পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
কিংবা হিমালয়ের চুড়ার একটুখানি বরফ

নীল আকাশের ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আধাঁর রাতে তারার লেখা একটি হরফ

পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ

মরূভুমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলবে কোথায় ঐ দূর আকাশের শেষ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া, অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল, অন্য রকম অনুরোধ

পারবে দিতে সেগোভিয়ার মিষ্টি ঐ হাত দুটো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প

পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী
কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রংতুলি

পারবে দেখাতে আমায় ব্যার্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোন মানুষের শেষযাত্রায় হাসিমুখ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ

চাইব শুধু দুটো জিনিশ যদি তুমি পার দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে

পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে
আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে।

বুধবার, ৩ অক্টোবর, ২০১২

Firiye Deoar Gaan (ফিরিয়ে দেওয়ার গান) By Hemlock Society (2012) Lyrics

Song Name : Firiye Deoar Gaan (ফিরিয়ে দেওয়ার গান) 
Composer : Anupam Roy
Lyricist : Anupam Roy
Singer : Rupam Islam 
Movie Name : Hemlock Society (2012)



ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেবো আমি
ভেবেছিলাম ঘুরে তাকাবো না |
ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো (দেবো) আমি
ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই |

কিচ্ছু পারলাম না, শুধু বাড়ল ওজন বুক
সুখী গাল বোঝে না, কবিদের অসুখ
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |

ভেবেছিলাম তোকে নিভিয়ে ফেলবো (দেবো)আমি
ভেবেছিলাম তারা ফোটাবো না,
ভাল হত পেলে সময় অফুরন্ত,
ফুরিয়ে যায়, ফিরিয়ে দেওয়া গান |

কেন ভাঙছে আকাশ, আমি ভাঙছি না,
হয়ত তোর ভেতরেও একই অবস্থা |

পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে  যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |

বুঝবি না, তোর ক্ষতয় হাত বোলালে
জানবি না, কেন যে চোখ ঢাকি
বুঝবি না, কেন ওপাশ ফিরে শুলে
জানতে চাস না, কেন এভাবে থাকি

কেন প্রশ্ন এড়াস, আমি ঠকব না,
বিশাল ফারাক আছে, তা কি বুঝিস না?

পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে  যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |

 http://kothaosur.blogspot.com/