সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

Chokher Aral Holeo (চোখের আড়াল হলেও) By Poppy From The Album Ecche kore Lyrics

Title : Chokher aral holeo (চোখের আড়াল হলেও)
Artist : Poppy (পপি)
Album : Ecche kore (ইচ্ছে করে)

Download : Chokher aral holeo

 চোখের আড়াল হলেও আমি,
তোমার আছি সারাক্ষণ
অনেক অনেক ভালবাসে,

তোমায় আমার মন।।

যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।

গভীর রাতে তুমি আমি,
যখন ঘুমে থাকি
হৃদয় দুটো এক হয়ে যায়,
যেমনেতে রাখি।।

যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।

ভুল করিলে তুমি বন্ধু,
কর আমায় শাসন
কোন কিছু না বুঝে,
ভেঙ্গ না এই মন।।

যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।

 

 Ecche kore (ইচ্ছে করে) এ্যালবামের আরো কিছু গান:

01. Basto shohore

02. Bristy

03. Chokher aral holeo

04. Chondro kotha

05. Ecche kore

06. Hridoyer shob kotha

07. Kane Kane

08. Onek kothai 

09. Tomar sathe jedin

10. Tumi aso bole

 

লিরিক্স নিয়ে পোষ্ট:  Chokher Aral Holeo

লিরিক্সের জন্য ধন্যবাদ: Bhuiyan Nasir

 

 

 

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪

Obuj (অবুঝ) By Bappa From The Album The Hit Album 4 Lyrics

Title : Obuj (অবুঝ)
Artist : Bappa (বাপ্পা)
Album : The Hit Album 4 (দি হিট এ্যালবাম ৪)

Download : Obujh - Bappa (The Hit Album 4)


অবুঝ বলে এদিক সেদিক তোমায় খুঁজে ফিরি 
অবুঝ বলে পোড়ব জেনেও ছুঁই যে অগ্নিগিরি,
অবুঝ বলে হাত পেতে নিই যা কিছু দাও ছুঁড়ে 
প্রাণ বাঁচানো আসল জেনে প্রাণকে রাখি দুরে।

অবুঝ বলেই আছড়ে পড়ি সর্বনাশের ঝড়ে
অবুঝ বলে অনড় থাখি এতকিছুর পরে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ 
অবুঝ বলেই রঙ ছড়ানো মন যে আজও সবুজ।

আমায় তুমি অবুঝ বল কি হয়েছে তাতে 
এই আমাকে দেই মিলিয়ে তোমার কোমল হাতে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ 
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলেই হয়তো ভাব কিশোর কিংবা বালক 
অবুঝ বলেই আঁকড়ে ধরি এক টুকরো পালক,
অবুঝ বলেই তোমার ধরণ নেইতো আমার জানা
সবার এত মানার পরে স্বপ্ন দেয় যে হানা।

অবুঝ বলেও ভাবিনি তো লাভ হবে না ক্ষতি 
অবুঝ বলে দাও গড়ে দাও আমার পরিণতি,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ 
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলে ইচ্ছে গুলো মেলছে দেখো পাখা 
অবুঝ বলে এই অনুভব সত্যি দরদ মাখা,
অবুঝ বলেই সবটুকু যে কেমন করে বলি
সবাই দেখ মেটেল দিয়ে গড়ছে শহর তলী।

আমি না হয় পুরোয় অবুঝ তুমিই তো সব বুঝ 
এই অবুঝের ভালটা কি একটু না হয় খুঁজ,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ 
অবুঝ বলেই রং ছড়ানো মন যে  আজও সবুজ।

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

Adharer Kosto (আঁধারের কষ্ট) By Raihan Sharif From The Album Pothchola Lyrics

Title : Adharer Kosto (আঁধারের কষ্ট)
Artist : Raihan Sharif (রায়হান শরীফ)
Album : Pothchola (পথচলা)

Download :Adharer Kosto By Raihan Sharif


সৃষ্টির চোখে বৃষ্টি
পথ চেয়ে তার দৃষ্টি,
মনে তার সংশয় বাঁধা মানে না ।
স্রষ্টার কাছে বায়না
কেনো সে ফিরে আসেনা,
নিয়তির কাছে থেমে যায় কোনো ছলনা ।

কাটেনা কেনো ক্লান্তি
আসেনা কেনো শান্তি,
সময়ের হাতে বাঁধা দেয় কভু দেয় না ।
অশুভ কোনো শক্তি
পুরোনো কোনো ভিতি,
চলে যায় থেমে যায় কেউ দেখেনা ।

দিন যায়, রাত যায়
শহরের জানালায়,
রয়ে যায় দুঃখ মুছেনা ।
আঁধারের কষ্টে ছুয়ে যায় বেদনা
তবে কি পাবোনা ঠিকানা ।।

পথ ভুলে ভেসে যায়
চেনা কোনো ভাবনায়,
কুড়ে কুড়ে হয়ে ছায় নিভে যায় ।
ঝিরিঝিরি কাটেনা
মিথ্যার মোহনায়,
চোখে কেনো ঘুম আসেনা ।

কাটেনা কেনো ক্লান্তি
আসেনা কেনো শান্তি,
সময়ের হাতে বাঁধা দেয় কভু দেয় না ।
অশুভ কোনো শক্তি
পুরোনো কোনো ভিতি,
চলে যায় থেমে যায় কেউ দেখেনা ।

দিন যায়, রাত যায়
শহরের জানালায়,
রয়ে যায় দুঃখ মুছেনা ।
আঁধারের কষ্টে ছুয়ে যায় বেদনা
তবে কি পাবোনা ঠিকানা ।।।

  লিরিক্স কার্টেসি: http://www.firoz.me/

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

Shono Mohajon (শোন মহাজন) By Shunno From The Album Bhaago Lyrics

Title : Shono Mohajon (শোন মহাজন) - (আন-রিলিজ)
Artist : Shunno (শূন্য)
Album : Bhaago

Download : Shono Mohajon


আমার চোখে তুমি দেখো, আমি তো দেখিনা
আমার কাঁধে দখল নিয়েও, শান্তি হলোনা,
আমার হাতে তুমি ভাঙ্গো, গড়ে ছিলাম যা
আমার কথায় তুমি বলো, ক্যামনে হলো তা..!

আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,
শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!

তোমার খেলা দেখি বলে, দেখবো কি আ-জীবন
আমার খেলা শুরু হলে, রুখবে না কেউ তখন,
অনেক হলো বাদর নাচন, এবার একটু শান্ত হও
কিসের আমার ভালো-মন্দ, আমাকেই বুঝতে দাও..!

আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,
শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!