Home » Archives for সেপ্টেম্বর 2014
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
Chokher Aral Holeo (চোখের আড়াল হলেও) By Poppy From The Album Ecche kore Lyrics
Title : Chokher aral holeo (চোখের আড়াল হলেও)
চোখের আড়াল হলেও আমি,
যেওনা কখনও ফেলে দূরে,
ভুল করিলে তুমি বন্ধু,
যেওনা কখনও ফেলে দূরে,
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
Obuj (অবুঝ) By Bappa From The Album The Hit Album 4 Lyrics
Title : Obuj (অবুঝ)
Artist : Bappa (বাপ্পা)
Album : The Hit Album 4 (দি হিট এ্যালবাম ৪)
Download : Obujh - Bappa (The Hit Album 4)
অবুঝ বলে এদিক সেদিক তোমায় খুঁজে ফিরি
অবুঝ বলে পোড়ব জেনেও ছুঁই যে অগ্নিগিরি,
অবুঝ বলে হাত পেতে নিই যা কিছু দাও ছুঁড়ে
প্রাণ বাঁচানো আসল জেনে প্রাণকে রাখি দুরে।
অবুঝ বলেই আছড়ে পড়ি সর্বনাশের ঝড়ে
অবুঝ বলে অনড় থাখি এতকিছুর পরে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রঙ ছড়ানো মন যে আজও সবুজ।
আমায় তুমি অবুঝ বল কি হয়েছে তাতে
এই আমাকে দেই মিলিয়ে তোমার কোমল হাতে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।
অবুঝ বলেই হয়তো ভাব কিশোর কিংবা বালক
অবুঝ বলেই আঁকড়ে ধরি এক টুকরো পালক,
অবুঝ বলেই তোমার ধরণ নেইতো আমার জানা
সবার এত মানার পরে স্বপ্ন দেয় যে হানা।
অবুঝ বলেও ভাবিনি তো লাভ হবে না ক্ষতি
অবুঝ বলে দাও গড়ে দাও আমার পরিণতি,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।
অবুঝ বলে ইচ্ছে গুলো মেলছে দেখো পাখা
অবুঝ বলে এই অনুভব সত্যি দরদ মাখা,
অবুঝ বলেই সবটুকু যে কেমন করে বলি
সবাই দেখ মেটেল দিয়ে গড়ছে শহর তলী।
আমি না হয় পুরোয় অবুঝ তুমিই তো সব বুঝ
এই অবুঝের ভালটা কি একটু না হয় খুঁজ,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
Adharer Kosto (আঁধারের কষ্ট) By Raihan Sharif From The Album Pothchola Lyrics
Title : Adharer Kosto (আঁধারের কষ্ট)
Artist : Raihan Sharif (রায়হান শরীফ)
Album : Pothchola (পথচলা)
Download :Adharer Kosto By Raihan Sharif
সৃষ্টির
চোখে বৃষ্টি
পথ চেয়ে
তার দৃষ্টি,
মনে তার
সংশয় বাঁধা মানে না ।
স্রষ্টার
কাছে বায়না
কেনো সে
ফিরে আসেনা,
নিয়তির
কাছে থেমে যায় কোনো ছলনা ।
কাটেনা
কেনো ক্লান্তি
আসেনা
কেনো শান্তি,
সময়ের
হাতে বাঁধা দেয় কভু দেয় না ।
অশুভ
কোনো শক্তি
পুরোনো
কোনো ভিতি,
চলে যায়
থেমে যায় কেউ দেখেনা ।
দিন
যায়, রাত যায়
শহরের
জানালায়,
রয়ে যায়
দুঃখ মুছেনা ।
আঁধারের
কষ্টে ছুয়ে যায় বেদনা
তবে কি
পাবোনা ঠিকানা ।।
পথ ভুলে ভেসে যায়
চেনা
কোনো ভাবনায়,
কুড়ে
কুড়ে হয়ে ছায় নিভে যায় ।
ঝিরিঝিরি
কাটেনা
মিথ্যার
মোহনায়,
চোখে
কেনো ঘুম আসেনা ।
কাটেনা
কেনো ক্লান্তি
আসেনা
কেনো শান্তি,
সময়ের
হাতে বাঁধা দেয় কভু দেয় না ।
অশুভ
কোনো শক্তি
পুরোনো
কোনো ভিতি,
চলে যায়
থেমে যায় কেউ দেখেনা ।
দিন
যায়, রাত যায়
শহরের
জানালায়,
রয়ে যায়
দুঃখ মুছেনা ।
আঁধারের
কষ্টে ছুয়ে যায় বেদনা
তবে কি
পাবোনা ঠিকানা ।।।
লিরিক্স কার্টেসি: http://www.firoz.me/
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)