Home » Archives for ফেব্রুয়ারী 2015
Title : Gaan (গান)
Artist : SHOTTO (সত্য)
সুরে সুরে গান গাই, শোনাতে এ গান তোমায়
এ যেন গান নয়, মেঘের ঐ জলছবি
এ যেন গান নয়, ইচ্ছের ছুটাছুটি
মাঝে মাঝে তারারা, শুনেছে এ গান আমার
এ যেন গান নয়, বিষন্ন আধার আমার
এ যেন গান নয়, ঝড়ে পড়া অশ্রু আমার
বুঝতে চাওনি কেন? এই হৃদয়ের হাহাকার
বোঝাতে চাইনি আমি, সেথা শূন্য একটি ঝাড়
শুনতে চাওনি কেন? এই আধারের আহবান
বলে চাইনি আমি, সেথা আছে আমার প্রাণ
এ আমার গান...
Title : Maa (মা)
Artist : SHOTTO (সত্য)
৫২, ৬৯, ৭১ কি আমাদের ছিল? ৩০ লক্ষ শহীদের রক্ত তাহলে কি ছিল?
অদ্ভুদ সুন্দর এই দেশটা আমাদের হয়েও যেন আমাদের নেই।
দেশটা থাকবে কিভাবে?
দেশ বাচাঁতে হলে তো তার মানুষকে বাচঁতে হবে।
এই আক্ষেপ আমি কিভাবে ধরে রাখব?
এই নালিশ আমি কার কাছে দিব?
আমার মা তো নেই আমার কাছে, শুনতে পাচ্ছ মা...
আমি চিৎকার করে যে শুধু তোমাকেই বলছি...
মা তুমি কোথায়? ধুমিয়ে আছ কেন?
চলে যায় সে কোনসে পথে
রাখো না তুমি আগলে ধরে
হারিয়ে যায় সে কিসেরি মাঝে
রাখো না তাকে আগলে ধরে
শুনবে কে কার চিৎকার?
বলবে কে কার কথা?
মুখোশের আড়ালে
লুকিয়ে থাকা হায়েনার দল
নিয়ে যাবে সব কোলাহল
এভাবে যাবে আর কতকাল
মায়ার জগৎ শুধু শূন্য হার
ধবংস সে লীলায়
মেতে উঠেছে হায়েনার দল
নিয়ে যাবে সব কোলাহল।
Title : Jochona Snan (জোছনা স্নান)
Artist : Bay Of Bengal
দু'হাত তুলে জোছনায় স্নানে
তোমাকে জানাই আমন্ত্রণ,
সিক্ত চোখে দেখব শ্রাবণ মেঘের ছটা
জল রঙে রাঙিয়ে তোমার মন।
জানালার ধারে আলতো কুয়াশার চাদর
রইব তাকিয়ে নির্বাক অবাক অপলক দৃষ্টিতে,
আজ হারিয়ে যাক মন অচিন মেঘের দেশে
কোলাহল আর ব্যস্ততা শেষে,
আজ হারিয়ে যাক মন রুপ কথার গল্পে
দু'হাত বাড়িয়ে জোছনা স্নানে।
মাতাল চোখে রইব তাকিয়ে
কোমল ঘাসের দু'ফোটা জলে,
হিমেল হাওয়ায় ভাসব অবাধ্য হয়ে
ব্যস্ত নগরির সব পিছুটান ভেঙ্গে।
জানালার ধারে আলতো কুয়াশার চাদর
রইব তাকিয়ে নির্বাক অবাক অপলক দৃষ্টিতে,
আজ হারিয়ে যাক মন অচিন মেঘের দেশে
কোলাহল আর ব্যস্ততা শেষে,
আজ হারিয়ে যাক মন রুপ কথার গল্পে
দু'হাত বাড়িয়ে জোছনা স্নানে।
রঙ্গিন পলকে কেন অশ্রু জল
আবেগী চোখে আমি তাকিয়ে,
বিষাদের দরজা ভেঙ্গে উড়ে চলে যাই
দূর মেঘের দেশে।
আজ হারিয়ে যাক মন অচিন মেঘের দেশে
কোলাহল আর ব্যস্ততা শেষে,
আজ হারিয়ে যাক মন রুপ কথার গল্পে
দু'হাত বাড়িয়ে জোছনা স্নানে।
Title : Joy Bangla Bole Age Baro (জয় বাংলা বলে আগে বাড়ো)
আবারো ভোর, আবারো অপেক্ষা।
আবারো জেগে ওঠো, এখনই সময়।
আমার সোনার বাংলাদেশ, এগিয়েই যাবে।
আবারো ঝাঁপ দিবে এই মন, নির্ভয়।
জানে এই পৃথিবী, স্বাধীনতার ছবি।
আঁকা আমাদেরই হাতে।
দেখেছে এই দেশ, নতুনের বেশ।
শত আলো ভরা রাতে।
"তাই গর্জে ওঠো আবারো।।
পেছনে ফেলে সামনে বাড়ো।।
জয় বাংলা বলে আগে বাড়ো।।
সময়ের লাগাম ধরে সামনে বাড়ো।।"
আমার দেশের মাটির মানুষ,
পলিমাটির মন।
অনেক আশার পথচেয়ে আছে,
সারাটা জীবন।
দেবনা নিভতে ওদের আশার আলো।
বুকের ভেতর তাই আলোর মশাল জ্বালো।
"শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণী।
বাংলাদেশ আমার বাংলাদেশ"
"সংগ্রাম পরিষদ গড়ে তোলো।
এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো।
মনে রাখবা,
'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো।
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।'
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা"
"জয় বাংলা বাংলার জয়"(৪)
লিরিক্স এবং গান:
https://soundcloud.com/t-a-zishan/njgjte52h1ow
বৃষ্টি
কথাঃ স্বাগত
সুর ও সংগীতঃ পলাশ
শিল্পীঃনীলা
অ্যালবামঃ নীলার গান
আজ বইছে খুশির হাওয়া
মন গাইছে কেন গান,
চোখে লাগছে বৃষ্টির ছোয়া,
আর মেতে উঠে প্রান
আজ হাসছে কেন সময়
সব ভাবছি নতুন করে
পাখিরা লুকিয়ে কোথায়
শুধু বৃষ্টি আকাশ জুড়ে
বৃষ্টি ডাকছে,ডাকছে আমায়
দুষ্টু জল কনা
আমায় ছুয়ে যায়
ঘন মেঘে ছেয়ে গেছে চারদিক আবার
অভিলাষী মাতাল হাওয়া হয়েছে আমার
ঝিরিঝিরি বারি ঝরে মনের আঙিনায়
ভিজবে আমার মন এই ঘন বরষায়
স্মৃতিচিহ্ন
কথাঃ স্বাগত
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃনীলা
অ্যালবামঃ নীলার গান
জানাল দিয়ে তাকিয়ে দেখি
আকাশটাই কোনো তারা নেই
দূরে তুমি ঝাপ্সা আলোয়
হয়তো নেই তুমিও ভাল
আমি ভেঙ্গে পড়েছি
কাদছি দেখো একা
ফিরে এসো
বলোনা ভালবাসো
আমায় ক্ষমা করে দিয়ে
শেষবার পাশে থাকো।।
হঠ্যাৎ কেমন যেন হয়ে যাচ্ছে সব
পৃথিবীটা কেন বড় অজানা
কাদছি একাই শুধু তোমারই আশায়
তুমি কি ফিরে আসবেনা ???
আমার সোনার ময়না পাখি
কথা ও সুরঃ মোহাম্মদ ওসমান খান
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।
শুধু তুই
কথাঃ স্বাগত
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
ছোট ছোট গল্প
আর না দেখা ছবি
অবাক আলোর সাজে
তুই কি আমার হবি??
হাতের জলরং
ভুল কবিতা লিখে লিখে
আছি আমি এই আমাতে তোকে নিয়ে বেশ
এত ভালবাসি
কেন কাছে আসি
কেন তুই আমায় বেঁধে রাখিস কিসের মায়ায়
তুই নিশ্বাসে শুধু ভালবাসা দে
আর কিছু দিসনা
লাগবেনা তোর বাধ ভাঙ্গা সময়
এতটুকু আশা আমার কেড়ে নিসনা।
পরদেশী মেঘ [নজরুল সঙ্গীত]
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে।।
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যাথা নাহি কি সেথা
বাজে না বাঁশী নদীর তীরে।।
বাদল রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া”
বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া?
ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ?
দেয় না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে।।
যখন তোমায় দেখলাম
কথাঃ স্বাগত
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
মন কেন হাসছে
নতুন এক আবেশে
আগে তো কখনই হয়নি এমন
আমি বুঝতে জানিনা
শুধু সবই অজানা
কাল থেকে আসা
কড়িটা ফুটলো কখন??
মেঘেরা যে উড়ছে,
গানটাও ভাল লাগছে
কেন স্বপ্ন বুনছি নতুন করে।।
মন ভাবছে যা ভাবার সে শোনেনা মানা
আমি হারিয়ে যাব নেই যে কোন সীমানা
মেতে উঠি সুরে সুরে কল্প কথায়।।
ভাল লাগছে লাগুক সব নতুন অনুভুবের খোঁজে
আমার পৃথিবীটা গড়ে উঠছে অপরীমেয় সাজে
একবার যেতে দেনা
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ আনোয়ার পারভেজ
সংগীতঃ পলাশ
মুল শিল্পীঃ শাহনাজ রহমুতল্লাহ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।
পিদিম জ্বালা সাঁজের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।
ফসল ভরা স্বপ্নঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।
Title : Megh boleche jabo jabo [Robindro Shonghit]
মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে– আমি তো আর নাই।।
দুঃখ বলে রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে
আমি বলে মিলাই আমি আর কিছু না চাই।।
ভুবন বলে তোমার তরে আছে বরণমালা
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা।
প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই।
অভিনয়
কথাঃ রবিউল ইসলাম জীবন
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
কখনো একা আমি
কখনো উদাসী
কখনো এই রোদে আমি
কখনো মেঘে ভাসি।
একি আমি কত রকম
করছি অভিনয়
এক চোখে আমার স্বপ্ন ভিজে
অন্য চোখে ভয়।
জোছনাকে খুজে বেড়াই
আধারের মাঝে
রাতের আগেই দিনের গল্প
ভেসে যায় সাজে।
চেনা পথে পা বাড়িয়ে
হাটি কোন অচেনায়।
একটু পড়ে থমকে দাড়াই,
ঘোর সে কুয়াশায়।