শিরোনাম: Aushomapto (অসমাপ্ত)
ব্যান্ড: Aurthohin (অর্থহীন)
অ্যালবাম: Aushomapto-1
তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে,
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে।
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।
সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।
পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়,
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার।
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।
সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।।
তবুও আঁধার শেষে
দেখা দেয় আলো,
অনেক সম্ভাবনার মাঝে
খেলা করে রোদ।
খুব সুন্দর একটি পোস্ট। Awesome Post. VeryNice Site.
উত্তরমুছুনExclusive Dwonload Site DidarBD24.Com
tnx
উত্তরমুছুনঅনেক ভাল লাগে, বস।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনI am glad that I discovered this blog, just the right information that I was looking for! Permeable Paving
উত্তরমুছুনI am curious to find out what blog system you’re working with? I’m experiencing some small security issues with my latest blog and I would like to find something more safeguarded. Do you have any suggestions? Costa Calida
উত্তরমুছুনসুন্দর সুন্দর বাংলা গানেব লিরিক্স পেতে আমাদের সাইটে
উত্তরমুছুনঘুরে আসুন https://www.banglalyrics24.com/