বৃহস্পতিবার, ৯ জুন, ২০১১

স্বাগতম পৃথিবী

স্বাগতম পৃথিবী

কথা : জুলফিকার রাসেল
সুর ও সঙ্গীত : ইবরার টিপু

ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে ।
 
জয় দেখেছি প্রথম যেদিন ভয় গিয়েছি ভুলে
জয় দেখেছি একুশ যেদিন এলো মাথা তুলে ।
জয় দেখেছি সূর্য ওঠা একাত্তরের দিনে.......
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে।

আমার আছে দিগ্বিজয়ী দীর্ঘ সাগর তীর
আকাশ ছুঁয়ে ঠায় দাঁড়িয়ে সুন্দরীর প্রাচীর  ।
জয়ের নেশা বাংলাদেশের হৃদয় গহীনে......
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে।

সূর্য নিয়ে উড়ছে সবুজ অবাক মানুষ জন
কে শোনেনি আমার দেশের বাঘের গর্জন ।
লাল সবুজের এই পতাকা যাচ্ছে নতুন দিনে......
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে ।

I witness victory today we let go fear
I witness victory with Ekush Proudly appears
I witness victory in the Sunny days of 1971

O World, It's time let Bangladesh be known
O World, on this day Accept our invitation
O World, it's time let Bangladesh be known
O world, it's time let our Cricket be known
 
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, সবুজ দেশের ক্রিকেট নাও চিনে ।
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে ।

পোস্ট করেছেন: TuHiNএই সময়ে: জুন ০৯, ২০১১
ক্যাটাগরি/ট্যাগ: