সোমবার, ২৫ জুলাই, ২০১১

এক জীবন - শহীদ / শুভমিতা

এক জীবন শিল্পী : শহীদ / শুভমিতা এলবাম : নীলাম্বরি   তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়, যদি তুমি দুরে কখনো যাও চলে শুধু মরন হবে আর কিছু নয় । তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব কোথায় তোমারি পরশে ভালোবাসা হায় আসে মনের ই আঙ্গিনায়, নয়ন ভরে দেখি তোমায় তবুও বুঝি...

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১১

অভিমান-ব্ল্যাক

অভিমানব্যান্ড – ব্ল্যাক এ্যালবাম – আমার পৃথিবী স্বগত লগ্নে জমাট স্তব্ধতা ঘুম পেলে ক্ষতি কি তোমার চোখে গভীর বিশ্বাস হারালে ক্ষতি কি কেবলই অভিমানের রাত তবে কেন প্রতীক্ষা ক্ষয়া চোখে ভুলের বিন্নাস নিভু স্বপ্ন বাতিটা আমাকে তুমি জাগিয়ে একা কেন ঘুমালে আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে ফুল ঝরেছে বলো তোমার চারুগৃহ...

মানুষ পাখির গান-ব্ল্যাক

মানুষ পাখির গান ব্যান্ড : ব্ল্যাক এবার মুখমুখি ,বসে কি কথা হবে , কি মিথ্যের স্বপ্ন সাজাবে, এর চেয়ে বরং দুজনেই চুপচাপ থাকি , যেন দুটি পাখি, উড়ে যাও না কেন , এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন? আমার ভেতর বৃষ্টির শব্দ শুনি, বৃষ্টির রাতে পাখিরা কোথায় লুকায় ,জান নাকি তুমি ,কোথায় লুকায় তারা ? উড়ে যাও না কেন...

সাদাকালো – দীপ নেভার আগে

সাদাকালো – দীপ নেভার আগে সাদাকালো ধূসর এলোমেলো সুপ্ত স্বপ্ন যত দিচ্ছে ডাক আঁধো আলোয় তুমি হেঁটে বেড়াও দূরে দেখি তোমার-ই ছায়া… স্বাধীন কোন পাখির মত ডানা মেলে স্বপ্ন জ্বেলে আমি তুমি বন্ধু সবাই বাঁধা ফেলে চলেছি এগিয়ে… রেখোনাকো কোন ক্ষোভ তুমি জমিওনা অভিযোগ এখনি সময় এগিয়ে যাবার চলো বন্ধু যাবে… দীপ নেভার...

রবিবার, ৩ জুলাই, ২০১১

ফেরারী এই মনটা আমার

ফেরারী এই মনটা আমার ব্যান্ডঃ এল আর বি ফেরারী এই মনটা আমার মানে না কোনো বাঁধা তোমাকে পাবারই আশায় ফিরে আসে বারেবার কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে কি জানি কি ভুল ছিল আমার আমাকে কেন গেলে কাঁদিয়ে তাই আমি ফিরে আছি বারেবার যে পথে হারিয়েছি তোমায় সেই পথে খুঁজে আমি যাব অভিমান করে থেকো না অপবাদ দিয়ে...

নিকষ কালো এই আঁধারে - পেপার রাইম

নিকষ কালো এই আঁধারে ব্যান্ডের নামঃ পেপার রাইম অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে কেটে যায় আমার সময় তুমি গেছো চলে যাওনি বিস্মৃতির অতলে যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায় রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে আমি রয়েছি তোমার অপেক্ষায়… নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব...