বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১১

সাদাকালো – দীপ নেভার আগে

সাদাকালো – দীপ নেভার আগে


সাদাকালো ধূসর এলোমেলো
সুপ্ত স্বপ্ন যত দিচ্ছে ডাক
আঁধো আলোয় তুমি হেঁটে বেড়াও
দূরে দেখি তোমার-ই ছায়া…

স্বাধীন কোন পাখির মত
ডানা মেলে স্বপ্ন জ্বেলে
আমি তুমি বন্ধু সবাই
বাঁধা ফেলে চলেছি এগিয়ে…

রেখোনাকো কোন ক্ষোভ
তুমি জমিওনা অভিযোগ
এখনি সময় এগিয়ে যাবার
চলো বন্ধু যাবে…

দীপ নেভার আগে
এসো স্বপ্নের ঘুড়ি ওড়াবে
ক্লন্তি ছোয়ার আগে
চলো সত্যের দীপ জ্বালাবে…

 
সাদাকালো ধূসর এলোমেলো
সুপ্ত স্বপ্ন যত দিচ্ছে ডাক
মেতে উঠি উল্লাসে সবাই
চিৎকার করে গেয়ে যাই…

যদি বাজে সূর অচেনা রাগে
তুমি শুনিও সে সূর দীপ নেভার আগে…

স্বাধীন আমরা বেড়িয়ে পথে
নিয়ম ভাঙি দীপ নেভার আগে
চলো এবার হারিয়ে যাই……….
  

পোস্ট করেছেন: TuHiNএই সময়ে: জুলাই ১৪, ২০১১
ক্যাটাগরি/ট্যাগ: