শনিবার, ২৭ আগস্ট, ২০১১

মোর ঘুম ঘোরে এলে মনোহর

মোর ঘুম ঘোরে এলে মনোহর

নজরুল গীতি


মোর ঘুম ঘোরে এলে মনোহর
নমঃ নমঃ নমঃ
শ্রাবন মেঘে নাচে নটবর
রমঝম রমঝম রমঝম।
মোর ঘুম

শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু
নীপসম, নিরুপম, মনোরম।
মোর ঘুম
 
মোর ফুল বনে ছিল যত ফুল,
ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর,
হায় নিলে না সে ফুল,
ছি ছি বেভুল,
নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর।
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছো চলি
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম


You Tube

 

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন

রবীন্দ্র সংগীত


যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনাদেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে

যখন জমবে ধূলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে

তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি-
চরবে গরু খেলবে রাখাল ওই মাঠে.
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি.
সকল খেলায় করবে খেলা এই আমি - আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি.
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে ।।

ডাউনলোড করুন : http://www.mediafire.com/?y220tminzji 


You Tube

 

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১১

স্মৃতির ছেড়া পাতা ~ শূন্য

স্মৃতির ছেড়া পাতা 

শূন্য


আমি নিতে দেবো না, সময়কে এক মুঠো ভরা জোছনা
চাঁদটা যতই দূরের হোক না, ছুতে আমি চাই না
পৃথিবীর সব অপার, বিস্ময় থাক আমার অ-দেখা
শূন্য খাতার প্রতিটি পাতায়, সময় কাব্য অ-লেখা
আমি মেলবো না আর স্বপ্নডানা, ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির ছেড়া পাতায় ।।
 
আমি দেব না পাড়ি, তোমায় নিয়ে নিষ্প্রান নদীতে
যে পথ ভুলে পৌঁছে গেছে, শূন্য মরুর বুকে
শেষ বিকেলে হারিয়ে যাওয়া, স্মৃতি হাতড়ে বেড়ায়
নিঝুম রাতের অন্ধকারে, স্বপ্ন ধরা খেলায়
আমি মেলবো না আর স্বপ্নডানা, ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির ছেড়া পাতায় ।।


বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

বেঁচে থাকার গান ~ রূপম ইসলাম

বেঁচে থাকার গান

রূপম ইসলাম


যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
যেন কেড়ে নিতে দেব না
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
যেন আমি ছাড়তে দেব না
আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয়রানি হারানো শব্দের খোজ
আর এ ভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরী দের স্নান
ঠোটে নিয়ে বেঁচে থাকার গান
আর এ ভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরী দের স্নান
ঠোটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেব না
যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি
যেন আমি বেচতে দেব না
আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয়রানি হারানো শব্দের খোজ
আর এ ভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরী দের স্নান
ঠোটে নিয়ে বেঁচে থাকার গান
আর এ ভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরী দের স্নান
ঠোটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

 ডাউনলোড করুন : http://www.mediafire.com/?sawyue27caj


You Tube

 

বুধবার, ২৪ আগস্ট, ২০১১

হারিয়ে গিয়েছি ~ অর্ণব

হারিয়ে গিয়েছি 

অর্ণব


হারিয়ে গিয়েছি, এইতো জরুরী খবর
অবাক দু চোখে, ছায়া কাঁপে ভয়ে অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগোতে গেলেই
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি।

কোথাও নেই ঝুম ঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে ওঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ
ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল।

হারিয়ে যাইনি তবু, এটাই জরুরী খবর
আকাঙ্খা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই
নিবিঢ় ঘরে আধো আলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেন ডাক আসে।
যদি কোনদিন ঝরে ঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
দু’চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন

তোমাকে ভেবে লেখা (Tomake Vebe Lekha) - Fuad ft. Shanto

তোমাকে ভেবে লেখা 
Artist: Fuad ft. Shanto


মন ভালো নেই , বারে বারে মনে হয়
তুমি পাশে নেই, ভাবি ধুর যাই কেন কাটেনা সময় ??
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায় এতটা ।।

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায় ?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সব স্বৃতি গুলো এক করে সুর বেধেছি
মনে একটাই সুখ, আমাকেও খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসি তোমায় এতটা  ।।

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভিশন কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাক আর যেখানে
ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ,
ভালোবাসো আমায় এতটা ।।


মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

পরী ~ বাপ্পা মজুমদার

 পরী 

 বাপ্পা মজুমদার


আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছ
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি।।

আজ তোমার চোখের কোনে জল
বৃষ্টি অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে, আমার পথে পথে।।
আমি তোমার জন্য এনে দেব
রোদেলা সে ক্ষণ
পাখিকে করে দেব তোমার আপন জন
পরী তুমি ভাসবে মেঘের ভাজে।।
 
আজ তোমার জোছনা হারায় আলোয়
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন, বিষাদ করে ভর।।
আমি তোমার জন্য এনে দেব
অঝর শ্রাবন
আকাশ ছোয়া জলে জোছনা
পরী তুমি ভাসবে মেঘের ভাজে।।

ডাউনলোড করুন : http://www.mediafire.com/?1j09whzu8yoejpo#2 

You Tube
 

সোমবার, ২২ আগস্ট, ২০১১

পাপড়ি কেন বোঝে না ~ আজম খান

পাপড়ি কেন বোঝে না

আজম খান

সারারাত জেগে জেগে কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।

তুমি আমি কেন দূরে দূরে
খুজে বেড়ায় ঘুরে ঘুরে
মন কি যে চাই
কাঁদে শুধু বেদনায়
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।

এই মায়াভরা পৃথিবী ছেড়ে
চলে যাব চিরতরে
সবাই চলে যাই
কতটুকুই বা পায় 
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।

You Tube
  

হও যদি নীল আকাশ ~ টুটুল ও সামিনা চৌধুরী

হও যদি নীল আকাশ

টুটুল ও সামিনা চৌধুরী


হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশে
হও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরে
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

তুমি হলে ওই অরণ্য আমি হব সবুজ
ও তোমারি প্রেম মন দুরুন্ত তোমার কাছেই অবুজ

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

আমারি দেহে প্রাণ গো তুমি, তুমি আমার নিশ্বাস
ও তোমাকে ছাড়া নিস্প্রান আমি এইত আমার বিশ্সাস

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে

 You Tube
  

রবিবার, ২১ আগস্ট, ২০১১

খাঁচার ভিতর অচিন পাখি

খাঁচার ভিতর অচিন পাখি

ফকির লালন শাহ


খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
আমি ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়

আট কুঠরীর ওই দরজাটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়

কপালের খেল নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাচা ভেঙ্গে পাখি আমার
কোনখানে পালায়

মন তুই রইলি খাচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাশে
কোনদিন খাচা পড়বে খশে
ফকির লালন কেঁদে কয়

 

শনিবার, ২০ আগস্ট, ২০১১

যদি কখনো ভুল হয়ে যায় ~ জেমস

যদি কখনো ভুল হয়ে যায়

জেমস


যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥

মুসাফির আমি খুঁজে খুঁজে
ভুল পথে যদি হারিয়ে যাই একদিন
হয়তো কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥

এই গান যদি সেই রাগিনীতে
সুর হয়ে বাজে তোমার কানে
জেনে নিও তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালবেসে ভাল আছি॥

 

আমার পরান যাহা চায় ~ রবীন্দ্র সংগীত

আমার পরান যাহা চায় 

রবীন্দ্র সংগীত


আমার পরান যাহা চায়,
                                      তুমি তাই তুমি তাই গো ।
                                      তোমা ছাড়া আর এ জগতে
                                   মোর কেহ নাই, কিছু নাই গো ।।
                                       তুমি সুখ যদি নাহি পাও,
                                       যাও, সুখের সন্ধানে যাও,
                                  আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে-
                                     আর কিছু নাহি চাই গো ।।
                                আমি তোমার বিরহে রহিব বিলীন,
                                        তোমাতে করিব বাস-
                                      দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী,
                                         দীর্ঘ বরষ মাস ।
                                     যদি আর-কারে ভালোবাস,
                                       যদি আর ফিরে নাহি আস,
                                তবে তুমি যাহা চাও তাই যেন পাও-
                                      আমি যত দুখ পাই গো ।।

বলনা তুই বলনা ~ হৃদয় খান

বলনা তুই বলনা 

হৃদয় খান

মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা
ও চাতন সারাক্ষন
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা ।।


এই কথা সেই কথা কত কথা যে বলিস
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায় ।।


অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই ।।


শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

Tumi Manush Naki Pori (তুমি মানুষ নাকি পরী) By Hridoy Khan Lyrics

ডাউনলোড করুন : Tumi Manush Naki Pori


তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি ।।
তোমায় নিয়ে এখন আমি,
ভেবে না পাই কি করি ।।
 
আমি আর আমাতে নেই
তোমায় দেখার পরে,
হারিয়েছি সবই আমার
তোমায়  দুটি চোখে ।।
এক পলকে তুমি আমার মন করেছো চুরি
 
মায়া ভরা মুখটি তোমার
কি যে জাদু জানে,
সব ভুলিয়ে সে যে আমায়
শুধুই কাছে টানে ।।
তোমার মুখে চেয়ে চেয়ে যেনো আমি মরি

 


শেষ বিকেলের আলোয় ~ মাইলস

শেষ বিকেলের আলোয়

মাইলস


শেষ বিকেলের আলোয়
বিষাদ সন্ধ্যায়
চলতে চলতে এই পথে
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে
চেয়ে দেখি আকাশে তারার মেলা
রাতের হিম ঝরে গাছের পাতায়
এমন সময়
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে
চেয়ে দেখি আকাশে জোসনার ধারা
উদাসী পাখি কাঁদে
চেয়ে শূন্যতায়
এমন সময়
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

Hridoy Hina (হৃদয় হীনা) By Miles Lyrics




 
 কেঁদে যায় এই মন কেঁদে যায়
কেটে যায় এ জীবন কেটে যায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে

কত স্মৃতি মাখা দিনগুলো

কেন কুয়াশায় শুধু ঢেকে যায়
নিঃসঙ্গ এখন একাকি
দিন কেটে যায় বিরহ ব্যাথায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে

নিঃশব্দ নীলিমাতে যে

খুজেছি তোমায় একা নিরালায়
জানি আসবে না ফিরে যে
তবুও আশায় বসে থাকি হায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে

সোমবার, ১৫ আগস্ট, ২০১১

অশ্রু দিয়ে লেখা এ গান

অশ্রু দিয়ে লেখা এ গান
 
সাবিনা ইয়াসমিন 

অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো দূরে যেওনা।।
ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত বাড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নাগো মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।

You Tube

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

তুমি হবে বুড়ি ~ বাপ্পা মজুমদার

তুমি হবে বুড়ি

বাপ্পা মজুমদার
অ্যালবাম : রাত প্রহরী


গ্রামে নয়, গঞ্জে নয়
নয়কো সপ্ন ঘুমে
তোমার সাথে দেখা হবে
তাপানুকুল রুমে
যৌবনের এই উচ্ছলতার
হঠাৎ থামবে ঘুড়ি
আমার মাথা গড়ের মাঠ
তুমি হবে বুড়ি...

কফি হবে, হুইস্কি হবে
জেগে থাকা রাত
চাউমিন আর ফ্রাইড রাইস
লজ্জা পাবে ভাত!

দিনে শোবে আমার কোলে
রাতে সঙ্গী অন্য
তোমার আমার জীবন হবে
কোলাহলে বন্য!
  
 You Tube
  

বড় আশা করে এসেছি গো

বড় আশা করে এসেছি গো

 রবীন্দ্র সংগীত

বড় আশা করে এসেছি গো
  কাছে ডেকে লও
  ফিরাইও না জননী।
দিনহীনে কেহ চাহে না
তুমি তারে রাখিবে জানি গো।
আর আমি যে কিছু চাহিনে
চরণও তলে বসে থাকিব,
আর আমি যে কিছু চাহিনে
জননী বলে শুধু ডাকিব ।
তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়
কেঁদে কেঁদে কোথা বেড়াব
   ঐ যে হেরী
   তমশ ঘন ঘরা
 গহন রজনী ।

You Tube

বুধবার, ১০ আগস্ট, ২০১১

আমি তোমাকেই বলে দেব ~ সঞ্জীব চৌধুরী

আমি তোমাকেই বলে দেব

 সঞ্জীব চৌধুরী

আমি তোমাকেই বলে দেব
কী যে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরোজায়-
ছুয়ে কান্নার রঙ
ছুয়ে জোছনার ছায়া
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল
জানে কান্নার রঙ
জানে জোছনার ছায়া
তবে এই হোক, তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য, হৃদয়ে শ্রাবন
তুমি কান্নার রঙ
তুমি জোছনার ছায়া


মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

বাংলাদেশ ~ জেমস

বাংলাদেশ 

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ পিয়ানো 

 

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
আছো সরোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠবীর,
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার,
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলির আঁচড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি,
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি।





You Tube


সোমবার, ৮ আগস্ট, ২০১১

চেনা চেনা লাগে

চেনা চেনা লাগে

চেনা চেনা লাগে তবু অচেনা,
ভালোবাসো যদি কাছে এসো না।।

এলোমেলো পথে চলা,
মনে মনে কথা বলা
আকাশ ভরা স্বপ্ন ঝরা
আকুল করা বেদনা।।

তুমি আমি যেন নদী
চলে যাব নিরবধি
অজানা দেশে যেখানে এসে
আঁধারে মেশে জ্যোছনা।।

You Tube
 

চাই তোমায় ~ ইবরার টিপু

চাই তোমায়

শিল্পীঃ ইবরার টিপু
 
চাই তোমায় প্রার্থনায়
অনুভূতির গভীর উপমায়।
সব চাওয়া তোমার বলো আমাকে
মেঘ হওয়া মনের কথা ভেজাও আবেশে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

জানিনা কি অনুভবে
চাঁদটাকে গল্প শোনায়।
আলোকিত সূর্য্য স্নানে
ক্লান্তিহীন তোমাকে চাই।
না বলা কথাটা
ফিরে ফিরে আসে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

স্বপ্নময় শত রঙে
দৃষ্টিহীন হৃদয় সাজায়।
বিমুগ্ধ কোন সুরে
শব্দহীন তোমাকে চাই।
অচেনা ভাবনায়
ঘিরে ঘিরে রাখে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।


You Tube