শনিবার, ২৭ আগস্ট, ২০১১

মোর ঘুম ঘোরে এলে মনোহর

মোর ঘুম ঘোরে এলে মনোহর নজরুল গীতি মোর ঘুম ঘোরে এলে মনোহর নমঃ নমঃ নমঃ শ্রাবন মেঘে নাচে নটবর রমঝম রমঝম রমঝম। মোর ঘুম শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন মোর বিকশিল আবেশে তনু নীপসম, নিরুপম, মনোরম। মোর ঘুম  মোর ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর, হায় নিলে না সে ফুল, ছি...

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন রবীন্দ্র সংগীত যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনাদেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে- তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন...

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১১

স্মৃতির ছেড়া পাতা ~ শূন্য

স্মৃতির ছেড়া পাতা  শূন্য আমি নিতে দেবো না, সময়কে এক মুঠো ভরা জোছনাচাঁদটা যতই দূরের হোক না, ছুতে আমি চাই না পৃথিবীর সব অপার, বিস্ময় থাক আমার অ-দেখা শূন্য খাতার প্রতিটি পাতায়, সময় কাব্য অ-লেখাআমি মেলবো না আর স্বপ্নডানা, ঐ নীল মেঘেদের ছোঁয়ায়আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির...

বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

বেঁচে থাকার গান ~ রূপম ইসলাম

বেঁচে থাকার গান রূপম ইসলাম যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা যেন আমি ছাড়তে দেব না আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয়রানি হারানো শব্দের খোজ আর এ ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের...

বুধবার, ২৪ আগস্ট, ২০১১

হারিয়ে গিয়েছি ~ অর্ণব

হারিয়ে গিয়েছি  অর্ণব হারিয়ে গিয়েছি, এইতো জরুরী খবর অবাক দু চোখে, ছায়া কাঁপে ভয়ে অভিমানে হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে হারাবো বলে, পা টিপে এগোতে গেলেই গোটা শহর বাতি জ্বেলে সতর্ক পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি। কোথাও নেই ঝুম ঝুম অন্ধকার তক্ষক ডাকা নিশুতিতে রূপকথা শুনে...

তোমাকে ভেবে লেখা (Tomake Vebe Lekha) - Fuad ft. Shanto

তোমাকে ভেবে লেখা  Artist: Fuad ft. Shanto মন ভালো নেই , বারে বারে মনে হয় তুমি পাশে নেই, ভাবি ধুর যাই কেন কাটেনা সময় ?? সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয় রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস্ব ভেবে যাই ভালোবাসি তোমায় এতটা ।। তোমার হাসিতে হাজার ফুল ফুটে...

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

পরী ~ বাপ্পা মজুমদার

 পরী   বাপ্পা মজুমদার আজ তোমার মন খারাপ মেয়েতুমি আনমনে বসে আছআকাশ পানে দৃষ্টি উদাসআমি তোমার জন্য এনে দেবমেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়াসে হাওয়ায় ভেসে যাবে তুমি।। আজ তোমার চোখের কোনে জলবৃষ্টি অবিরাম কাঁদেতোমার সাথে সাথে, আমার পথে পথে।।আমি তোমার জন্য এনে দেবরোদেলা...

সোমবার, ২২ আগস্ট, ২০১১

পাপড়ি কেন বোঝে না ~ আজম খান

পাপড়ি কেন বোঝে না আজম খান সারারাত জেগে জেগে কত কথা আমি ভাবি পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।। তুমি আমি কেন দূরে দূরে খুজে বেড়ায় ঘুরে ঘুরে মন কি যে চাই কাঁদে শুধু বেদনায় পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।। এই মায়াভরা পৃথিবী ছেড়ে চলে যাব চিরতরে সবাই চলে যাই কতটুকুই বা পায়  পাপড়ি...

হও যদি নীল আকাশ ~ টুটুল ও সামিনা চৌধুরী

হও যদি নীল আকাশ টুটুল ও সামিনা চৌধুরী হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশে হও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরে হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয় তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয় বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে তুমি হলে ওই অরণ্য...

রবিবার, ২১ আগস্ট, ২০১১

খাঁচার ভিতর অচিন পাখি

খাঁচার ভিতর অচিন পাখি ফকির লালন শাহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আমি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় আট কুঠরীর ওই দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরে সদর কোঠা আয়না মহল তায় কপালের খেল নইলে কি আর পাখিটির এমন ব্যবহার খাচা ভেঙ্গে পাখি আমার কোনখানে পালায় মন তুই রইলি খাচার...

শনিবার, ২০ আগস্ট, ২০১১

যদি কখনো ভুল হয়ে যায় ~ জেমস

যদি কখনো ভুল হয়ে যায় জেমস যদি কখনো ভুল হয়ে যায় তুমি অপরাধ নিওনা জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥ মুসাফির আমি খুঁজে খুঁজে ভুল পথে যদি হারিয়ে যাই একদিন হয়তো কখনো আর ফেরা হবেনা অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥ এই গান যদি সেই রাগিনীতে সুর হয়ে বাজে তোমার কানে জেনে...

আমার পরান যাহা চায় ~ রবীন্দ্র সংগীত

আমার পরান যাহা চায়  রবীন্দ্র সংগীত আমার পরান যাহা চায়,                                     ...

বলনা তুই বলনা ~ হৃদয় খান

বলনা তুই বলনা  হৃদয় খান মন তোরে বলি যত, তুই চলেছিস তোরিই মত, সাধ্য কি আমার ছুটি তোর পিছনে। মন বলি তুই ফিরে যা, মন ছাড়া কি যায়রে বাচাঁ, তুই ছাড়া কে আর আছে এই জীবনে। কি কারন অকারন এত করিস জ্বালাতন, ভাল লাগে না এ দোটানা ও চাতন সারাক্ষন বলনা তুই বলনা কেন এ ছলনা, ও মন তুই বলনা ভালবাসি...

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

Tumi Manush Naki Pori (তুমি মানুষ নাকি পরী) By Hridoy Khan Lyrics

শিরোনাম: Tumi Manush Naki Pori (তুমি মানুষ নাকি পরী) শিল্পী: Hridoy Khan (হৃদয় খান)অ্যালবাম:  I Love You ডাউনলোড করুন : Tumi Manush Naki Pori তুমি মানুষ নাকি পরী, নাকি স্বর্গে ফোটা কলি ।। তোমায় নিয়ে এখন আমি, ভেবে না পাই কি করি ।।   আমি আর আমাতে নেই তোমায় দেখার...

শেষ বিকেলের আলোয় ~ মাইলস

শেষ বিকেলের আলোয় মাইলস শেষ বিকেলের আলোয় বিষাদ সন্ধ্যায় চলতে চলতে এই পথে হঠাত্‌ প্রশ্ন জাগে আর কতকাল খুঁজবো তোমায় আর কতকাল খুঁজবো তোমায় মাঝরাতে ঘুম ভাঙে চেয়ে দেখি আকাশে তারার মেলা রাতের হিম ঝরে গাছের পাতায় এমন সময় হঠাত্‌ প্রশ্ন জাগে আর কতকাল খুঁজবো তোমায় আর কতকাল খুঁজবো তোমায় মাঝরাতে...

Hridoy Hina (হৃদয় হীনা) By Miles Lyrics

Song Name : Hridoy Hina (হৃদয় হীনা) Artist : Shafin Ahmed Composer : Miles Album : N/A Download : Miles - Hridoy Hina (Unplugged) Download    কেঁদে যায় এই মন কেঁদে যায় কেটে যায় এ জীবন কেটে যায় ও হৃদয়হীনা কখনো কি তোমার মনে পড়ে না আমাকে কত স্মৃতি মাখা দিনগুলো কেন...

সোমবার, ১৫ আগস্ট, ২০১১

অশ্রু দিয়ে লেখা এ গান

অশ্রু দিয়ে লেখা এ গান  সাবিনা ইয়াসমিন  অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেওনা। একি বন্ধনে বাঁধা দু’জনে এ বাঁধন খুলে যেওনা।। যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমায় বিনিময়ে তোমারে শুধু চিরদিন কাছে পায়। মালা চন্দনে রাঙা এইখানে কখনো দূরে যেওনা।। ওই ফুল বনে পাখি আজ মন জুড়ে যেন গায় এই হাত বাড়ানো হাতে চিরদিন...

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

তুমি হবে বুড়ি ~ বাপ্পা মজুমদার

তুমি হবে বুড়ি বাপ্পা মজুমদারঅ্যালবাম : রাত প্রহরী গ্রামে নয়, গঞ্জে নয় নয়কো সপ্ন ঘুমে তোমার সাথে দেখা হবে তাপানুকুল রুমে যৌবনের এই উচ্ছলতার হঠাৎ থামবে ঘুড়ি আমার মাথা গড়ের মাঠ তুমি হবে বুড়ি... কফি হবে, হুইস্কি হবে জেগে থাকা রাত চাউমিন আর ফ্রাইড রাইস লজ্জা পাবে ভাত! দিনে শোবে আমার...

বড় আশা করে এসেছি গো

বড় আশা করে এসেছি গো রবীন্দ্র সংগীতবড় আশা করে এসেছি গো   কাছে ডেকে লও   ফিরাইও না জননী। দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে চরণও তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব । তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায় কেঁদে কেঁদে কোথা বেড়াব    ঐ...

বুধবার, ১০ আগস্ট, ২০১১

আমি তোমাকেই বলে দেব ~ সঞ্জীব চৌধুরী

আমি তোমাকেই বলে দেব সঞ্জীব চৌধুরীআমি তোমাকেই বলে দেবকী যে একা দীর্ঘ রাতআমি হেটে গেছি বিরান পথেআমি তোমাকেই বলে দেবসেই ভুলে ভরা গল্পকড়া নেড়ে গেছি ভুল দরোজায়-ছুয়ে কান্নার রঙছুয়ে জোছনার ছায়াআমি কাউকে বলিনি সে নামকেউ জানেনা, না জানে আড়ালজানে কান্নার রঙজানে জোছনার ছায়াতবে এই হোক, তীরে জাগুক প্লাবনদিন...

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

বাংলাদেশ ~ জেমস

বাংলাদেশ  শিল্পীঃ জেমসঅ্যালবামঃ পিয়ানো    তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায় আছো সরোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়, তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি তুমি...

সোমবার, ৮ আগস্ট, ২০১১

চেনা চেনা লাগে

চেনা চেনা লাগে চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না।। এলোমেলো পথে চলা, মনে মনে কথা বলা আকাশ ভরা স্বপ্ন ঝরা আকুল করা বেদনা।। তুমি আমি যেন নদী চলে যাব নিরবধি অজানা দেশে যেখানে এসে আঁধারে মেশে জ্যোছনা।। You Tube&nbs...

চাই তোমায় ~ ইবরার টিপু

চাই তোমায় শিল্পীঃ ইবরার টিপু  চাই তোমায় প্রার্থনায় অনুভূতির গভীর উপমায়। সব চাওয়া তোমার বলো আমাকে মেঘ হওয়া মনের কথা ভেজাও আবেশে। চাই তোমায় প্রতি নিঃশ্বাসে অন্তহীন ভালবেসে। জানিনা কি অনুভবে চাঁদটাকে গল্প শোনায়। আলোকিত সূর্য্য স্নানে ক্লান্তিহীন তোমাকে চাই। না বলা কথাটা ফিরে ফিরে আসে। চাই তোমায়...