শুক্রবার, ২৬ আগস্ট, ২০১১

স্মৃতির ছেড়া পাতা ~ শূন্য

স্মৃতির ছেড়া পাতা 

শূন্য


আমি নিতে দেবো না, সময়কে এক মুঠো ভরা জোছনা
চাঁদটা যতই দূরের হোক না, ছুতে আমি চাই না
পৃথিবীর সব অপার, বিস্ময় থাক আমার অ-দেখা
শূন্য খাতার প্রতিটি পাতায়, সময় কাব্য অ-লেখা
আমি মেলবো না আর স্বপ্নডানা, ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির ছেড়া পাতায় ।।
 
আমি দেব না পাড়ি, তোমায় নিয়ে নিষ্প্রান নদীতে
যে পথ ভুলে পৌঁছে গেছে, শূন্য মরুর বুকে
শেষ বিকেলে হারিয়ে যাওয়া, স্মৃতি হাতড়ে বেড়ায়
নিঝুম রাতের অন্ধকারে, স্বপ্ন ধরা খেলায়
আমি মেলবো না আর স্বপ্নডানা, ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির ছেড়া পাতায় ।।


পোস্ট করেছেন: TuHiNএই সময়ে: আগস্ট ২৬, ২০১১
ক্যাটাগরি/ট্যাগ: