সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

শিরোনাম: সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।।
জলসিঁড়ি নদীর তীরে,
তোর খুশির কাঁকন যেন বাজে
ও—কাশবনে ফুলে ফুলে,
তোর মধুর বাসর যেন সাজে
তোর একতারা হায়,
করে বাউল আমায় সুরে সুরে।।
আঁকাবাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় যেন হাসে
ও—পদ্ম পাতা, দীঘির ঝিলে
তোর সোনার স্বপন যেন ভাসে
তোর এই আঙিনায়
ধরে রাখিস আমায় চিরতরে।।

পোস্ট করেছেন: TuHiNএই সময়ে: জানুয়ারী ৩০, ২০১২
ক্যাটাগরি/ট্যাগ:

0 মন্তব্য (সমূহ):

একটি মন্তব্য পোস্ট করুন