শিরোনাম: তুমি আমি দেখা হবে, বৈশাখী মেলার মাঠে
রমনী করো নাকো ভুল,
বসন্তে খোপায় দিতে ফুল
দাও কানে মাটির গড়া দুল,
মনে হবে রং করা পুতুল।
এমনি দিনে তোমায়, ভালোবেসে মরতে চাই
যেখানে গোধুলি মিশে।
তুমি আমি দেখা হবে
বৈশাখী মেলার মাঠে।।
বাসন্তি শাড়ি পড়ে তুমি,
বাজাবে মন রিনিঝিনি।।
উদাশ হয়ে যাও, বাউলের এক তারা
খুশিরও মাতন উঠাবে।
তুমি আমি দেখা হবে
বৈশাখী মেলার মাঠে।।
ললনার বাকা ঠোটের হাসি,
সে হাসি হোক গলায় ফাসি।।
তুবুও ভালোবাসি, করনা আমায় দোষি
ভেঙ্গনা মন আঘাতে।
তুমি আমি দেখা হবে
বৈশাখী মেলার মাঠে।।
রমনী করো নাকো ভুল,
বসন্তে খোপায় দিতে ফুল
দাও কানে মাটির গড়া দুল,
মনে হবে রং করা পুতুল।
এমনি দিনে তোমায়, ভালোবেসে মরতে চাই
যেখানে গোধুলি মিশে।
তুমি আমি দেখা হবে
বৈশাখী মেলার মাঠে।।
বাসন্তি শাড়ি পড়ে তুমি,
বাজাবে মন রিনিঝিনি।।
উদাশ হয়ে যাও, বাউলের এক তারা
খুশিরও মাতন উঠাবে।
তুমি আমি দেখা হবে
বৈশাখী মেলার মাঠে।।
ললনার বাকা ঠোটের হাসি,
সে হাসি হোক গলায় ফাসি।।
তুবুও ভালোবাসি, করনা আমায় দোষি
ভেঙ্গনা মন আঘাতে।
তুমি আমি দেখা হবে
বৈশাখী মেলার মাঠে।।
খুব সুন্দর একটি পোস্ট। Awesome Post. VeryNice Site.
উত্তরমুছুনExclusive Dwonload Site DidarBD24.Com
এরকম সুন্দর বাংলা গানের লিরিক্স পেতে আমাদের সাইট
উত্তরমুছুনঘুরে আসুন
👇👇👇👇
https://www.lovelyrics.xyz/
সুন্দর সুন্দর বাংলা গানেব লিরিক্স পেতে আমাদের সাইট
উত্তরমুছুনঘুরে আসুন https://www.banglalyrics24.com/