Home » Archives for মে 2012
শিরোনাম: Kobe (কবে)
ব্যান্ড: নেমেসিস (Nemesis)
অ্যালবাম: তৃতীয় যাত্রা
কত কথা ঝরে ছিল এই পথে
তবে এত কথা দিয়ে কি হবে
যদি নাই দেখি এই পথ চলে
যদি নাই থাকি তোমারি হয়ে
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
আমি ফিরে দেখি ভাঙ্গা আয়নাতে
এই শেষ রাতের গল্পগুলোকে
মনেরই বন্ধ জানালাতে
কথাগুলো আজ হারিয়ে
তবে তোমার কথা শুনে
কতটা পথ দেখব ঘুরে?
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে
কল্পনা আজ পেছনে ফিরে রয়
অন্ধ ভুবনে
কথাগুলো আজ জড়িয়ে একসাথে
অন্য কারো সুরে
কবে…কবে……
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে……
Lyrics Courtesy: lyricsbanglasong.wordpress.com/
শিরোনাম: Arshi Nogor (আরশী নগর)
কন্ঠ: শাহজাহান মুন্সী (Shahjahan Munshi)
অ্যালবাম: এক জনা
বাড়ির কাছে আরশী নগর
(একঘর) সেথা এক পড়শী বসত করে-
আমি একদিনও না দেখিলাম তারে।।
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে,
বাঞ্ছা করি দেখব তারে
(আমি) কেমনে সেথা যাই রে।।
কি বলব পড়শীর কথা,
হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে
ক্ষণেক থাকে শূণ্যের উপর
(ওসে) ক্ষণেক ভাসে নীরে।।
পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো দূরে।
সে আর লালন একখানে রয়-
(তবু) লক্ষ যোজন ফাঁক রে।।
শিরোনাম: Ami Khola Janala (আমি খোলা জানালা)
শিল্পী: Srikanto Acharya
অ্যালবাম: Shonar meye
আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ।
আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
তুমি কাছে না থাকা খেয়ালী শুধু
আমি বিরহী ইতিহাস!
আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
শিরোনাম: Ochena Shohore (অচেনা শহরে)
ব্যান্ড: Winning (উইনিং)
অ্যালবাম: Ochena Shohore (অচেনা শহরে)
এক স্বচ্ছ অনাবিল আকাশে
মেঘ ভাসে
প্রশান্ত সময়ের পটভূমিতে
রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে
এক ছোট্ট মায়াবী শহরে
একটি ছেলে
একাকী ভাবে সেই ঘুড়ির সাথে
যাবে কোন অচেনা শহরে
কোন এক অচেনা শহরে
ঘুম ভাঙে
সোনালী আলোর রথে
ভেসে আসে সুদূরের ডাক
কোন এক অশান্ত বাতাসে
ডানা মেলে
অপূর্ন স্মৃতির দেয়ালে
বাঁধা পায় জীবনের সুর
উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো
কোন এক অজানা পাহাড়ে
দিন শেষে
ধুসর জীবনের বিবর্তনে
খুঁজে পাই পথেরই শেষ
কোন এক অনন্ত আকাশে
দেখি চেয়ে
হাজার তারার ভীড়ে
মিশে গেছে জীবনের গান
উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো
শিরোনাম : কোথায় যাবি [Kothay Jabi]
শিল্পী : জুয়েল, কনা [ZooEL ft Kona]
Download link : Kothay Jabi (Full Song) ZooEL ft Kona
বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি ।।
তোর পরানে আমার এ মন
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাচিনা ।।
বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি
এক জীবনে একটু ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে ।।
যাস নারে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহু দূরে কেউ তো জানবে না ।।