রবিবার, ২৭ মে, ২০১২

Arshi Nogor (আরশী নগর) by Lalon Geeti

শিরোনাম: Arshi Nogor (আরশী নগর)
কন্ঠ: শাহজাহান মুন্সী (Shahjahan Munshi)
অ্যালবাম: এক জনা
ডাউনলোড লিংক: Arshi Nogor














বাড়ির কাছে আরশী নগর
(একঘর) সেথা এক পড়শী বসত করে-
আমি একদিনও না দেখিলাম তারে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে,
বাঞ্ছা করি দেখব তারে
(আমি) কেমনে সেথা যাই রে।।

কি বলব পড়শীর কথা,
হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে
ক্ষণেক থাকে শূণ্যের উপর
(ওসে) ক্ষণেক ভাসে নীরে।।

পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো দূরে।
সে আর লালন একখানে রয়-
(তবু) লক্ষ যোজন ফাঁক রে।।

পোস্ট করেছেন: TuHiNএই সময়ে: মে ২৭, ২০১২
ক্যাটাগরি/ট্যাগ:

৩টি মন্তব্য: