Home » Archives for জুলাই 2012
শিরোনাম: E Ki Maya (এ কি মায়া)
কথা: আর এ সুজন
শিল্পী: Liza (লিজা)
অ্যালবাম: Part-1
এ কি মায়ার জড়াইলা
থাকিতে পারিনা ঘরেতে
এ কি প্রেমে ডুবাইলা
রইতে পারিনা একা যে।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।।
আমার মনের মায়া
লেগেছে তোরই লাগি
তোকেই কাছে পেতে চায়
অবুঝ এ হৃদয়খানি।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।
হৃদয় উঠোন জুড়ে
এঁকেছি তোরই ছবি
নিরলে তোকেই ভেবে
সাজে আমার পৃথিবী।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।
অ্যালবাম: Aushomapto-1
তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে,
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে।
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।
সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।
পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়,
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার।
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।
সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।।
তবুও আঁধার শেষে
দেখা দেয় আলো,
অনেক সম্ভাবনার মাঝে
খেলা করে রোদ।
শত আশা শত আশা
শত আশা শত আশা
কিছু পাবার আশায়
স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাবো বলে
স্বপ্নগুলো আজ মুক্তির পথে
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই
শত আশা শত আশা
শত আশা শত আশা
আজ হাতে রেখে হাত
স্বপ্নগুলো আজ একসাথে
ভুলে যাব না বলে
স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে
আজ সব পথ পেড়িয়ে
শত বাঁধা এড়িয়ে লক্ষ্য খুজতে
চাই
আশাগুলো আজ আলো হয়ে
জ্বলে উঠে
আশাগুলো আজ হেসে তৃপ্তি নেয়
এতে
নেই কোন পিছু টান নেই কোন বাঁধা
শত আশা শত আশা
শত আশা শত আশা
শত আশা শত আশা
শিরোনাম: Amar Jabar Belay (আমার যাবার বেলায়)
শিল্পী: আবিদ শাহরিয়ার
কথা: রবিন্দ্রনাথ ঠাকুর
|
আবিদ শাহরিয়ার |
আমার যাবার বেলায় পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।
ভোরের আল মেঘের ফাঁকে ফাঁকে
পিছু ডাকে পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।।
বাদল প্রাতের উদাস পাখি ওঠে ডাকি
বনের গোপন শাখে শাখে পিছু ডাকে পিছু ডাকে।
আমার যাবার বেলায় পিছু ডাকে।।
ভরা নদী ছায়ার তলে
ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে।।
আমার প্রাণের ভিতর সে কে
থেকে থেকে বিদায় প্রাতের
উতলাকে পিছু ডাকে পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।।
শিরোনাম: Tomar Chokher Anginay ( তোমার চোখের আঙ্গিনায়)
শিল্পী: স্টীলার
ডাউনলোড লিংক: Tomar Chokher Anginay
তোমারও চোখের আঙ্গিনায়,
এখনও কি তেমনি করে জোছনা ছড়ায় আলো
এখনও কি তারার পানে ,চেয়ে থাক আনমনে
তুমি কি আমায় আগের মত বাসো ভালো?
এখনও কি আকাশে মেঘ দেখে,
জানালা খুলে তেমনি থাক বসে
এখনও কি প্রথম প্রেমের মতো,
পরশ বুলায় বৃষ্টি ধারা এসে।
তোমার দীঘল চুলে এখনও কি ছবি আঁকে মেঘের জত কালো,
তুমি কি আমায় আগের মত বাসো ভাল।
এখনও কি পুরনো চিঠি পড়ে,
নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনও কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে।
সন্ধ্যা নেমে এলে এখনও কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো,
তুমি কি আমায় আগের মত বাসো ভালো।
শিরোনাম: Mone Mone (মনে মনে)
শিল্পী: নীলা (Neela)
কতবার চেয়েছি তোমায় মনে মনে,
কতবার ডেকেছি চোখেরই অশ্রুজলে।।
চেয়েছি যেতে তোমার হৃদয়ের কাছে,
ভালোবাসা রয়ে গেছে গোধূলীর মেঘে।
হয়তোও বা কোনও ক্ষনে,
তুমি এসে বলবে হেঁসে।।
এসেছি তোমায় ভালোবেসে
এসেছি তোমায় ভালোবেসে।।
তোমার আকাশে সূর্যেরা সারা দিনে,
কতবার আলোতে জড়ায় তোমাকে।।
আমি আসতে চেয়েছি বারে বারে সেখানে,
জড়াতে তোমায় আমার এই নীল আচলে।
হয়তোও বা কোনও ক্ষনে,
তুমি এসে বলবে হেঁসে।।
এসেছি তোমায় ভালোবেসে
এসেছি তোমায় ভালোবেসে।।
শিরোনাম: সে যে বসে আছে [She Je Boshe Ache]
অর্ণব চৌধুরী (Arnob Chowdhury)
অ্যালবাম: চাইনা ভাবিস (Chaina Bhabish)
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে ।।
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে ।।
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে ।।
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন ।।
শিরোনাম: Onek Dur Shopno Amar (অনেক দূর স্বপ্ন আমার)
অর্ণব (Arnob)
অনেক দূর স্বপ্ন আমার,
অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মতো,
আমার করে তোমায় পাওয়া।
তোমায় পেলে হয়ত আবার,
নতুন গানের সুরটা পাব
অনেক দূরের আকাশ পথে,
তোমায় নিয়ে হারিয়ে যাব।
হারিয়ে যাওয়ার মানেই হলো,
নিজেকে আবার খুঁজে পাওয়া
নিজের জন্য গান লিখেছি,
নিজের জন্য তোমায় চাওয়া।
চাইবে যেদিন আমায় তুমি,
বুঝবে সেদিন ভাল করে
হাতের কাছের তারাগুলো
দেখায় কেন অত দূরে ।
নতুন একটা গান লিখেছি
বুকের মধ্যে পাগলা সুরে
রাতের আকাশ তোমার মতোই
আমিও যাব অনেক দূরে।