মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

Ami Aj Bhejabo Chokh (আমি আজ ভেজাবো চোখ) By Tutul

Song Name : Ami Aj Bhejabo Chokh (আমি আজ ভেজাবো চোখ)
Album Name : Je Thake Ankhi Pallabe
Artist : S I Tutul
Movie : Ghetuputro komola (Humayan Ahmed's last movie)

Download : Ami Aj Bhejabo Chokh



আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
মিশিতেছে কি নিবিড় সমুদ্র কল্লোলে।
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আয় ঢেউ আয় ঢেউ
প্রবল প্রবল ঢেউ
রুদ্র ভৈরবী আয় ছুটে আয়
আজ থেকে আমি আছি তোর সীমানায়!

সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো
সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো,
তখন সাগর পক্ষী উড়ে যাবে স্থলে. . .
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

পোস্ট করেছেন: TuHiNএই সময়ে: নভেম্বর ২৭, ২০১২
ক্যাটাগরি/ট্যাগ:

৩টি মন্তব্য:

  1. খুব সুন্দর একটি পোস্ট। Awesome Post. VeryNice Site.

    Exclusive Dwonload Site DidarBD24.Com

    উত্তরমুছুন
  2. I truly inspired after read this on account of some quality work and educational musings . I just wanna express profound gratitude for the author and want you to enjoy all that life has to offer for coming!. tattoo supply

    উত্তরমুছুন
  3. I truly adored perusing your online journal. It was exceptionally all around wrote and simple to undertand. Not at all like extra online journals I have perused which are truly not tht great. I likewise discovered your posts extremely fascinating. Truth be told subsequent to understanding, I needed to go demonstrat to it to my companion and he ejoyed it also! leapy frog

    উত্তরমুছুন