Title : Protikkha (প্রতীক্ষা)
Artist : Warfaze
Album : Shotto
Download : Download Warfaze - Protikkha

Warfaze - Album Sotto

দুঃস্বপ্নের শেষ সীমানায়, চমকে ঘুম ভেঙ্গে যায়
জেগে দেখি তুমি পাশে নাই, চোখ পড়ে খোলা জানালায়
জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার
নির্বাক রয় ধরণী, দুঃখ যেনো আমারই
এক ঝিম-ধরা দিবা স্বপনে, আনাগোনা সন্দেহে
আমি একা মেতে উঠি, পুণ্যে বিকশিত
পাপের খেলায়, কারাগারের অবহেলায়
পচন ধরে এ মনে, শরীরে
কবে আসবে ফিরে ভালোবাসা
জীবনের সব আশায়, হতাশার আলিঙ্গনে
ঘুণে ধরা স্বপ্নগুলো, সব যেনো এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন
তাই বুঝি বেঁচে থাকা, জানিনা এর শেষ কোথায়
এক গোলক ধাঁধাঁয় আটকে পড়া, অবনত হৃদয়ে
দিশেহারা ছুটি আমি, রাতের আলোকিত, নগর প্রণয়,
ভালোবাসার প্রতারণায়, পচন ধরা বিশ্বাসে, আশায়…
লিরিক্স সংগ্রহ: এইখান থেকে
খুব সুন্দর একটি পোস্ট। Awesome Post. VeryNice Site.
উত্তরমুছুনExclusive Dwonload Site DidarBD24.Com
এরকম সুন্দর বাংলা গানের লিরিক্স পেতে আমাদের সাইট
উত্তরমুছুনঘুরে আসুন
👇👇👇👇
https://www.lovelyrics.xyz/