Home
 »
জেমস
» Eto Kosto (এত কষ্ট) By James
          
        
          
        
Title : Eto Kosto (এত কষ্ট)
Artist : James (জেমস)
Album : Warning (ওয়ার্নিং)
এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা ।।
পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।
কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।
কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে ।।
পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।
কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।
 
 
 
 
এই ট্যাগ এর আরো পোষ্ট:  জেমস
 
 
 
          
      
 
 
He is GURU!
উত্তরমুছুনAmader gan
উত্তরমুছুনঅসাধারন
উত্তরমুছুন#super___gaan
উত্তরমুছুন#super_____gaan
উত্তরমুছুনগুরু আসলেই গুরু, বিধাতা গানটা ও অসাধারণ এর লিরিকটা সম্বব হলে দিবেন বাংলায়।
উত্তরমুছুনতুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার, তুমি ক্রন্দন,তুমি হাসি,তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালবাসি।
আমি আকাশের কাছে জানতে চাই কি আমার অপরাধ
উত্তরমুছুনআমি পৃথিবীর কাছে জানতে চাই কেন এ জীবন বরবাদ?
কি কারনে মন ভাঙচুর সম্পর্কটা বহুদুর
জলেপুড়ে সব ছাড়খার।
বিধাতা বলে দাও বেঁচে থেকে লাভ কি আর? ।।
কেড়ে নিতে জানে দিতে জানে না
এই তো প্রেমেরি রহস্য
মনে ভেতরে চাপা বনের আগুন
জ্বালিয়ে করে দেয় ভষ্ম
কি কারনে মন ভাঙচুর সম্পর্কটা বহুদুর
জলেপুড়ে সব ছাড়খার
বিধাতা বলে দাও বেঁচে থেকে লাভ কি আর? ।।
কতশত মুখ কত যে মানুষ
ভীড়ের মাঝে আমি শুধু একা
আলো আলো আসলেই অন্ধকার
যন্ত্রনা ভাগ্যে শুধু লেখা
কি কারনে মন ভাঙচুর সম্পর্কটা বহুদুর
জলেপুড়ে সব ছাড়খার
বিধাতা বলে দাও বেঁচে থেকে লাভ কি আর? ।।
কথা ও সুর: শফিক তুহিন
শিল্পী: মাহফুজ আনাম জেমস
অসংখ্য ধন্যবাদ ভাইজান বিধাতা গানের লিরিক দেওয়ার জন্য। অনেক কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ ক্ষমা করবেন।
মুছুনশুভ কামনা।
গানটাকে নিয়ে কভার করার ইচ্ছে আছে!! ধন্যবাদ
উত্তরমুছুনYoutube.com/techtalk007
পাবো হায় সুখের দেখা কি!
উত্তরমুছুননিঃসঙ্গ এই আমি একাকী
এরকম সুন্দর বাংলা গানের লিরিক্স পেতে আমাদের সাইট
মুছুনঘুরে আসুন
👇👇👇👇
https://www.lovelyrics.xyz/
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএরকম সুন্দর বাংলা গানের লিরিক্স পেতে আমাদের সাইট
উত্তরমুছুনঘুরে আসুন
👇👇👇👇
https://www.lovelyrics.xyz/