সোমবার, ১১ এপ্রিল, ২০১১

আইলো আইলো রঙ্গে ভরা বৈশাখ

আইলো আইলো রঙ্গে ভরা বৈশাখ


আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে
পাগলা মনে রঙ্গিন চোখে, নাগরদোলায় বছর ঘুরে
একতারাটার সুরটা বুকে, হাজার তালের বাউল সুরে
দেশটা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে
আইলো
আইলো রে-
আইলো আইলো 
রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে


লাল পাড়ের ওই শাড়ির আচল, আলতা পায়ে খুশির নাচন
ইলশে ভাজা পান্তা খাওয়া, সব বাধার আজ খুলছে বাঁধন
পাগলা মনের খুশির ভিড়ে বৈশাখী রঙ লাগলো প্রাণে
আইলো আইলো
রে-
আইলো আইলো
রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে


গাছের ডালে আমের মুকুল, আকাশ মেঘে সাজলো দুপুর
হালখাতা সব হিসেব শেষে, আসলো বছর নতুন বেশে
এক বাণীতে সব বাঙ্গালি খুশির মেলায় দেশটা হাসে
আইলো আইলো 
রে
আইলো আইলো
আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে
পাগলা মনে রঙ্গিন চোখে নাগরদোলায় বছর ঘুরে
একতারাটার সুরটা বুকে হাজার তালের বাউল সুরে
দেশটা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে
আইলো আইলো
 রে
আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে

পোস্ট করেছেন: TuHiNএই সময়ে: এপ্রিল ১১, ২০১১
ক্যাটাগরি/ট্যাগ:

1 টি মন্তব্য:

  1. Thank you for the nice lyrics. I really like using Gmail but I can't troubleshooting email problems without www.Gmail.com, I think this website are gonna be helpful to you.

    উত্তরমুছুন