শুক্রবার, ১০ আগস্ট, ২০১২

বাপ্পার 'বেঁচে থাক সবুজ' (Beche Thak Shobuj - Bappa Mazumdar) - Eid Album 2012

বাপ্পার 'বেঁচে থাক সবুজ'

আসছে ঈদ উপলক্ষে প্রযোজনা সংস্থা অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হলো বাপ্পা মজুমদারের অষ্টম একক ‘বেঁচে থাক সবুজ’। বুধবার সন্ধ্যায় অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর সন্তুর রেস্টুরেন্টে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্থ বড়ুয়া, শঙ্কর শাঁওজাল ও হাসান আবিদুর রেজা জুয়েল। বাপ্পা ছাড়াও এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনা, এলিটা, সন্দ্বীপন, সানবীম, জুয়েল মোর্শেদ (জ্যু), মাইলসের আসিফ ইকবালসহ আরও অনেকে। টানা চার বছর পর প্রকাশিত বাপ্পার এই একক অ্যালবামে গান লিখেছেন শংকর শাঁওজাল, রাসেল ও’ নীল, বাপ্পা মজুমদার, শাহান কবন্ধ, মাস মাসুম, জয় শাহরিয়ার, স্বপীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়,  রানা, ডিপান ও ওয়াজীহ রাজীব। সবক’টি গানের সুর ও সংগীত করেছেন বাপ্পা। এছাড়া এ অ্যালবামে ‘তুমি রবে নীরবে’ শীর্ষক একটি রবীন্দ্রসংগীতও গেয়েছেন তিনি। অ্যালবামে স্থান পেয়েছে ১২টি গান।

উল্লেখ্য, বাপ্পার প্রথম একক অ্যালবাম ‘তখন ভোর বেলা’ প্রকাশ হয় ১৯৯৬ সালে। এরপর ১৯৯৮ সালে ‘কোথাও কেউ নেই’, ২০০১ সালে ‘ধুলো পড়া চিঠি’, ২০০৩ সালে ‘ছুটি’, ২০০৪ সালে ‘রাত প্রহরী’, ২০০৬ সালে ‘দিন বাড়ি যায়’ ও ২০০৮ সালে ‘সূর্যস্নানে চল’ একক অ্যালবামগুলো প্রকাশিত হয়।



‘বেঁচে থাক সবুজ’ অ্যালবামের মৌলিক গান গুলো:
  • বেঁচে থাক সবুজ।
  • পাঠ্যসূচি।
  • রোদের খরা।
  • ঘুম আসে না।
  • চোখেরই জলে।
  • লাভ-ক্ষতি।
  • আয় ফিরে আয়।
  • আমি তোমার কে।
  • মন খারাপের পরও।
  • মেঘ হয়ে যাই।
  • পথের পরে। 
।।ডাউনলোড লিংক ডিলিট করা হলো।।

পোস্ট করেছেন: TuHiNএই সময়ে: আগস্ট ১০, ২০১২
ক্যাটাগরি/ট্যাগ:

৭টি মন্তব্য:

  1. Greetings, I find perusing this article a delight. It is to a great degree supportive and fascinating and all that much anticipating perusing a greater amount of your work.. daftar dadu online

    উত্তরমুছুন
  2. Pleasant online journal and totally exceptional. You can improve yet despite everything I say this perfect.Keep striving generally advantageous. pur bola hari ini

    উত্তরমুছুন
  3. This sort of message continually moving and I want to peruse quality substance, so glad to discover great spot to numerous here in the post, the composition is simply awesome, a debt of gratitude is in order for the post. going here

    উত্তরমুছুন
  4. Fascinating and stunning how your post is! It Is Useful and accommodating for me That I like it all that much, and I am anticipating Hearing from your next.. why not try here

    উত্তরমুছুন
  5. Every one of the substance you said in post is too great and can be exceptionally helpful. I will remember it, a debt of gratitude is in order for sharing the data continue upgrading, looking forward for more posts.Thanks going here

    উত্তরমুছুন
  6. I might want to thank you for the endeavors you have made in composing this article. I am trusting the same best work from you later on also. Much appreciated... Make a Man Fall In Love With You

    উত্তরমুছুন