বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

Dhiry Dhiry (ধীরে ধীরে) by Habib & Nancy Lyrics


শিরোনাম: Dhiry Dhiry (ধীরে ধীরে)
কথাঃ শারমিন সুলতানা সুমী
শিল্পী: হাবিব ও ন্যান্সি (Habib & Nancy)
অ্যালবাম: তুমি সন্ধ্যারও মেঘমালা














ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হয়

যে ছিল আড়ালে
খুব কাছে দাঁড়ালে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে
ধীরে ধীরে আপন হলো
সে যে আমার

থাকো না তুমি
যেওনা দূরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে
ধীরে ধীরে কাছে আরও
কাছে সে আবার

পোস্ট করেছেন: TuHiNএই সময়ে: আগস্ট ১৬, ২০১২
ক্যাটাগরি/ট্যাগ:

৯টি মন্তব্য:

  1. আরফিন রুমির সাদামাটা ২ এলবামের চুপিচুপি গানের লিরিক্সটা দিবেন প্লিজ ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এইখানে দেখেন লিরিক টা দিলাম.. :)

      http://bdsonglyrics.blogspot.com/2012/08/chupi-chupi-by-kazi-shuvo-porshi-lyrics.html

      মুছুন
    2. ভেজা ঘাস মারিয়ে, ছুটে চলি সপ্নের দেশে।
      হঠাৎ কালো মেঘ এসেছে যায় আকাশে
      এমনি করে সপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে,
      ভাঙ্গা সপ্নের সুর ফিরে আসে আমাতে।
      দুরাকাশে আবির মেঘে সপ্ন দেখব আমি,
      ভোরের সপ্ন সত্যি হবে একথা আমি জানি।
      শেষ প্রহরে তাই ঘুমিয়ে পরি হব বলে সপ্ন ঘুড়ি।

      জানালার ফাঁকে রোদে এসে ঘুম ভাঙ্গায় আমার,
      হয়ত তখন ঘুমের ঘোরে ছিলাম পাশে তোমার।
      এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর, সপ্নের সাথে নিরন্তর,
      দুরাকাশে আবির মেঘে সপ্ন দেখব আমি,
      ভোরের সপ্ন সত্যি হবে একথা আমি জানি।
      শেষ প্রহরে তাই ঘুমিয়ে পরি, হব বলে সপ্ন ঘুড়ি।

      এমনি করে সপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
      ভাঙ্গা সপ্নের সুর ফিরে আসে আমাতে
      দুরাকাশে আবির মেঘে সপ্ন দেখব আমি,
      ভোরের সপ্ন সত্যি হবে একথা আমি জানি।
      শেষ প্রহরে তাই ঘুমিয়ে পরি, হব বলে সপ্ন ঘুড়ি।

      মুছুন
  2. Superb web journal! I discovered it while surfing around on Yahoo News. Do you have any recommendations on the best way to get recorded in Yahoo News? I've been striving for some time however I never appear to arrive! Welcome it. cara menang main judi

    উত্তরমুছুন
  3. I am upbeat to discover this post exceptionally helpful for me, as it contains part of data. I generally want to peruse the quality substance and this thing I found in you post. A debt of gratitude is in order for sharing. this site

    উত্তরমুছুন
  4. I am all that much satisfied with the substance you have said. I needed to thank you for this extraordinary article. additional hints

    উত্তরমুছুন
  5. This is the kind of data I"ve long been attempting to discover. Much thanks to you for composing this data. this site

    উত্তরমুছুন