মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২

Shada (সাদা) By Tahsan Feat. Minar

Title : Shada (সাদা)
Artist : Tahsan Feat. Minar
Album : Danpite
Playtime : 5:06

Download : Shada

তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

Ami Aj Bhejabo Chokh (আমি আজ ভেজাবো চোখ) By Tutul

Song Name : Ami Aj Bhejabo Chokh (আমি আজ ভেজাবো চোখ)
Album Name : Je Thake Ankhi Pallabe
Artist : S I Tutul
Movie : Ghetuputro komola (Humayan Ahmed's last movie)

Download : Ami Aj Bhejabo Chokh



আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
মিশিতেছে কি নিবিড় সমুদ্র কল্লোলে।
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আয় ঢেউ আয় ঢেউ
প্রবল প্রবল ঢেউ
রুদ্র ভৈরবী আয় ছুটে আয়
আজ থেকে আমি আছি তোর সীমানায়!

সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো
সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো,
তখন সাগর পক্ষী উড়ে যাবে স্থলে. . .
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

Katatare Badha (কাটাতারে বাধা) (From the Album "Hatiar") by PNF Band

কাটাতারে বাধা
কথা:তানভীর চৌধুরী
সুর:পলাশ
ব্যান্ড:পিএনএফ (পলাশ এন ফ্রেন্ডস)
এ্যালবাম:হাতিয়ার


আর কত আমাকে
ভুল দৃশ্য দেখাবে
ভুলের ভয়াল ধোয়াশায়
বোবা স্বপ্ন খোয়া যায়
ধরতে পারিনা আশ্রয়
গিলতে পারিনা কান্না
সময় শেকল হয়ে জড়ায় দুপায়ে...
মগজে- কাটাতারে
এখন বাজায় আমারে...

(কোরাস)

শিকলে
বাধা আছে ইচ্ছে যত
শিকলে
ঢাকা আছে রক্ত ক্ষত
শিকলে
বাধা তুমিও আমার মতো
শিকলে
ক্রিতদাসের দলে।।



আর কত আমাকে
সব মিথ্যে শেখাবে
মিথ্যে মাটিতে গাথা কানে
হেরে যাওয়ার কথা শুনে
গ্রেনেড আমার দুচোখে
এসিড পোড়া বুকে
আমিই বোমার মতো যাই ফেটে
আমার বিস্ফোরনে
প্রেতের আস্ফালনে...


PLAY : http://www.reverbnation.com/pnfband/song/14955814-katatare-badha-from-the-album-hatiar?utm_campaign=opengraph&utm_content=song&utm_medium=link&utm_source=facebook

Set as ur Caller Tunes....

GP-5224147
ROBI-17105064
CCELLL-18004997
AIRTEL-2816499
BL-5344833


https://www.facebook.com/palashNfriends (Official Fan Page)

মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

Rajkonna (রাজকন্যা) By Studio58 & Singers Lyrics

Song Name : Rajkonna (রাজকন্যা)
Vocal : Hadi
Lyric & Tune : Hadi
Recording : Stodio58
Album Name : Studio 58 & Singers

Download : Rajkonna - Jamil Iqbal Haadi



রাজকুমারী দু’একটা কথা বলি
বারান্দাটা ছেড়ে যেওনা
ভালবাসি নিজের থেকে বেশি
একটু খানি দাড়াও না

আমি যে সারাদিন
হয়ে যাই আনমনা
চিৎকার করে বলি
হাত দু’টি ধরে তোমার
তুমি আমার রাজকন্যা

O my princess
দু’একটা কথা বলি
ফোনটা রেখে দিও না
Exam hall -এ তোমাকে চিন্তা করি
একটু কথা বলোনা

চোখ দু’টো ভোরবেলার শিশির
চুলগুলো মেঘলা দিন
দেখলে পরে আমি সত্যি বলছি
হয়ে যাই ভাবলেশহীন

রবিবার, ৭ অক্টোবর, ২০১২

Ja Urey Ja (যা উড়ে যা) By Agoon Lyrics

Song Name : Ja Urey Ja (যা উড়ে যা)
Artist : Agoon
Composer :
Album : Baksher gan

Download : Ja Urey Ja


যা উড়ে যা মনের পাখিটা , জীবন আকাশে দুঃখ ভুলে যা
যা উড়ে যা সময়ের ঘুড়িটা , রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা ।
শত দুঃখের ছেঁড়া পালে শেকড়হীন প্রানে
গগনের চার দেয়ালে জীবনের কি মানে ?


কত যে প্রিয়মুখ মানুষের ভিড়ে , বারেবারে ফীরে যাই সেই চেনা ঘরে
যা কিছু ছুঁয়ে যাই সুখটুকু দিয়ে , মনেরই অভিমান যাবে কি ধুয়ে ?
যা উড়ে যা সময়ের ঘুড়িটা , রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা ।


হৃদয়ের শ্রাবণে ফাগুন বিমুখ , মনেরই কোণে অচেনা অসুখ
কেন যে হেরে যাই জীবনের কাছে , আলো আর আঁধারের সবই কি মিছে ?
যা উড়ে যা মনের পাখিটা , জীবন আকাশে দুঃখ ভুলে যা
শত দুঃখের ছেঁড়া পালে শেকড়হীন প্রানে
গগনের চার দেয়ালে জীবনের কি মানে ?

Chera Shopno (ছেঁড়া স্বপ্ন) By Aurthohin Lyrics

Song Name : Chera Shopno (ছেঁড়া স্বপ্ন)
Singer : Bassbaba - Sumon
Composer : Bassbaba - Sumon
Artist : Aurthohin
Album : Aushomapto 1


Download : Aurthohin - Chera Shopno


পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
কিংবা হিমালয়ের চুড়ার একটুখানি বরফ

নীল আকাশের ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আধাঁর রাতে তারার লেখা একটি হরফ

পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ

মরূভুমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলবে কোথায় ঐ দূর আকাশের শেষ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া, অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল, অন্য রকম অনুরোধ

পারবে দিতে সেগোভিয়ার মিষ্টি ঐ হাত দুটো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প

পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী
কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রংতুলি

পারবে দেখাতে আমায় ব্যার্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোন মানুষের শেষযাত্রায় হাসিমুখ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ

চাইব শুধু দুটো জিনিশ যদি তুমি পার দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে

পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে
আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে।

বুধবার, ৩ অক্টোবর, ২০১২

Firiye Deoar Gaan (ফিরিয়ে দেওয়ার গান) By Hemlock Society (2012) Lyrics

Song Name : Firiye Deoar Gaan (ফিরিয়ে দেওয়ার গান) 
Composer : Anupam Roy
Lyricist : Anupam Roy
Singer : Rupam Islam 
Movie Name : Hemlock Society (2012)



ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেবো আমি
ভেবেছিলাম ঘুরে তাকাবো না |
ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো (দেবো) আমি
ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই |

কিচ্ছু পারলাম না, শুধু বাড়ল ওজন বুক
সুখী গাল বোঝে না, কবিদের অসুখ
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |

ভেবেছিলাম তোকে নিভিয়ে ফেলবো (দেবো)আমি
ভেবেছিলাম তারা ফোটাবো না,
ভাল হত পেলে সময় অফুরন্ত,
ফুরিয়ে যায়, ফিরিয়ে দেওয়া গান |

কেন ভাঙছে আকাশ, আমি ভাঙছি না,
হয়ত তোর ভেতরেও একই অবস্থা |

পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে  যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |

বুঝবি না, তোর ক্ষতয় হাত বোলালে
জানবি না, কেন যে চোখ ঢাকি
বুঝবি না, কেন ওপাশ ফিরে শুলে
জানতে চাস না, কেন এভাবে থাকি

কেন প্রশ্ন এড়াস, আমি ঠকব না,
বিশাল ফারাক আছে, তা কি বুঝিস না?

পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে  যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |

 http://kothaosur.blogspot.com/

শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২

Sukheri Prithibi Sukheri Ovinoi (সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়) By LRB

শিরোনাম: Sukheri Prithibi Sukheri Ovinoi (সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়)
শিল্পী: আইয়ুব বাচ্চু
এল আর বি



সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়
যত আড়াল রাখো, আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

keno piriti baraila re bondhu (কেন পিরিতি বাড়াইলারে বন্ধু)

শিরোনাম: keno piriti baraila re bondhu (কেন পিরিতি বাড়াইলারে বন্ধু)
শাহ আব্দুল করিম



কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখবি তোর মন
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
 ছেড়ে যাইবা যদি

পাড়া পড়শী বাদী আমার
বাদী কাল ননদী
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি

কারে কী বলিব আমি
নিজেই অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

Khuje Khuje's Lyrics

Song: Khuje Khuje
Album: Porshi 2
Artist: Porshi n' Arfin Rumey
Lyrics: Anurup Aich
Video Director : Rommo Khan

 Youtube Link:  Khuje Khuje - Porshi & Arfin Rumey

Tomake khuje pai
oi nil akashe,
pai ja khuje
oi misti batashe.

Tumay valobashi
ami valobashi
pete chai aro kase...
aro kase...

khuje khuje du'chokhe bujhe,
pai tumay aro kase,,
ake dhore bhada dujon
thakbo shara jonom dore..

kopaler oi tip
chokher e kajole,
tumake joria rakbo
premer e achole.

rongdonu ronga noy
noy jorna darhate,
tumar upoma khuji
du'choker tarate.

khuje khuje du'chokhe bujhe,
pai tumay aro kase,,
ake dhore bhada dujon
thakbo shara jonom dore,,

tumi ful hoye
surobi chorale,
premer chadore
hridoye jorale.,
daw na tumi
duhaat bariye,
valobasa jete chai
tumake hariye,.

khuje khuje du'chokhe bujhe,
pai tumay aro kase,,
ake dhore bhada dujon
thakbo shara jonom dore..

Khuje Khuje (খুঁজে খুঁজে) By Porshi & Arfin Rumey - Porshi II Lyrics

শিরোনাম: Khuje Khuje (খুঁজে খুঁজে)
অ্যালবাম: Porshi II
শিল্পী: Porshi & Arfin Rumey
কথা: Anurup Aich



তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে
মিষ্টি বাতাসে।।
তোমায় ভালোবাসি আমি ভালোবাসি

পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

কপালের ঐ টিপ চোখেরই কাজলে,
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।
রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে
তোমার উপমা খুঁজি দু'চোখের তারাতে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে।
দাওনা তুমি দু'হাত বাড়িয়ে,
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

শনিবার, ১৮ আগস্ট, ২০১২

Chupi Chupi (চুপি চুপি) by Kazi shuvo & Porshi Lyrics

শিরোনাম: Chupi Chupi (চুপি চুপি)
অ্যালবাম: সাধা মাটা ২
শিল্পী: কাজী শুভ ও পড়শী (Kazi shuvo & Porshi)



















চুপি চুপি কেন আসনি,
স্বপনে ধরা দিয়ে যাও।
বেসেছো ভালো গোপনে গোপনে,
বলোনা আমি যে তোমার।

কি করে বলি বলো ভালোবাসি,
বড় ভালোবাসি তবু লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

ছিলেনা যখন তুমি এই জীবনে,
দেখেনি স্বপণ কভু দু-নয়নে।।

হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
বড় ভালোবাসি তুবও লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

এতো কাছে রয়েছো তবু আরো কাছে চাই,
এ চাওয়া পাওয়ার যেন কোন শেষ নাই।।

হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
বড় ভালোবাসি তুবও লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

Shua Urilore (শুয়া উড়িলরে) by Ghetuptro Komola Lyrics

শিরোনাম: Shua Urilore (শুয়া উড়িলরে)
গীতিকারঃ শীতালং শাহ
সুরকারঃ রাম কানাই দাস
চলচ্চিত্রঃ ঘেটু পুত্র কমলা
শিল্পীঃ এস আই টুটুল/ ফজলুর রহমান বাবু + শফি মণ্ডল/ প্রান্তি














 
শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে।।

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

Dhiry Dhiry (ধীরে ধীরে) by Habib & Nancy Lyrics


শিরোনাম: Dhiry Dhiry (ধীরে ধীরে)
কথাঃ শারমিন সুলতানা সুমী
শিল্পী: হাবিব ও ন্যান্সি (Habib & Nancy)
অ্যালবাম: তুমি সন্ধ্যারও মেঘমালা














ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হয়

যে ছিল আড়ালে
খুব কাছে দাঁড়ালে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে
ধীরে ধীরে আপন হলো
সে যে আমার

থাকো না তুমি
যেওনা দূরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে
ধীরে ধীরে কাছে আরও
কাছে সে আবার

শুক্রবার, ১০ আগস্ট, ২০১২

বাপ্পার 'বেঁচে থাক সবুজ' (Beche Thak Shobuj - Bappa Mazumdar) - Eid Album 2012

বাপ্পার 'বেঁচে থাক সবুজ'

আসছে ঈদ উপলক্ষে প্রযোজনা সংস্থা অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হলো বাপ্পা মজুমদারের অষ্টম একক ‘বেঁচে থাক সবুজ’। বুধবার সন্ধ্যায় অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর সন্তুর রেস্টুরেন্টে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্থ বড়ুয়া, শঙ্কর শাঁওজাল ও হাসান আবিদুর রেজা জুয়েল। বাপ্পা ছাড়াও এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনা, এলিটা, সন্দ্বীপন, সানবীম, জুয়েল মোর্শেদ (জ্যু), মাইলসের আসিফ ইকবালসহ আরও অনেকে। টানা চার বছর পর প্রকাশিত বাপ্পার এই একক অ্যালবামে গান লিখেছেন শংকর শাঁওজাল, রাসেল ও’ নীল, বাপ্পা মজুমদার, শাহান কবন্ধ, মাস মাসুম, জয় শাহরিয়ার, স্বপীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়,  রানা, ডিপান ও ওয়াজীহ রাজীব। সবক’টি গানের সুর ও সংগীত করেছেন বাপ্পা। এছাড়া এ অ্যালবামে ‘তুমি রবে নীরবে’ শীর্ষক একটি রবীন্দ্রসংগীতও গেয়েছেন তিনি। অ্যালবামে স্থান পেয়েছে ১২টি গান।

উল্লেখ্য, বাপ্পার প্রথম একক অ্যালবাম ‘তখন ভোর বেলা’ প্রকাশ হয় ১৯৯৬ সালে। এরপর ১৯৯৮ সালে ‘কোথাও কেউ নেই’, ২০০১ সালে ‘ধুলো পড়া চিঠি’, ২০০৩ সালে ‘ছুটি’, ২০০৪ সালে ‘রাত প্রহরী’, ২০০৬ সালে ‘দিন বাড়ি যায়’ ও ২০০৮ সালে ‘সূর্যস্নানে চল’ একক অ্যালবামগুলো প্রকাশিত হয়।



‘বেঁচে থাক সবুজ’ অ্যালবামের মৌলিক গান গুলো:
  • বেঁচে থাক সবুজ।
  • পাঠ্যসূচি।
  • রোদের খরা।
  • ঘুম আসে না।
  • চোখেরই জলে।
  • লাভ-ক্ষতি।
  • আয় ফিরে আয়।
  • আমি তোমার কে।
  • মন খারাপের পরও।
  • মেঘ হয়ে যাই।
  • পথের পরে। 
।।ডাউনলোড লিংক ডিলিট করা হলো।।

অ্যালবাম রিভিউ: এক জীবন-২ (Ek Jibon - 2 Ft. Ayub, Shahid, Rumy) - Eid Album 2012


এবার ঈদের অ্যালবাম ‘এক জীবন-২’



গত বছরে দুরবীন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শহীদের গাওয়া ‘এক জীবন’ গানটি বেশ শ্রোতা প্রিয় হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে ‘এক জীবন-২’ নামে গানটির সিক্যুয়েলও করেছেন শহীদ। এবারের ঈদে এই সিক্যুয়েল গানটি সহ ১০টি গানের একটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। শহীদের এ অ্যালবামের নাম ‘এক জীবন-২’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন শহীদ। আর সংগীতায়োজন করেছেন আরফিন রুমী। দ্বৈতকণ্ঠের এ গানে শহীদ গেয়েছেন কলকাতার বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার সঙ্গে। এক জীবন গানটিতেও শহীদ সহশিল্পী হিসেবে পেয়েছিলেন শুভমিতাকে।

‘এক জীবন-২’ গানটি ছাড়া এ অ্যালবামে আরও চারটি গানে কণ্ঠ দিয়েছেন শহীদ। শহীদ ছাড়া এই অ্যালবামের অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন দুরবীন ব্যান্ডের আইয়ুব শাহরিয়ার, সাব্বির, নয়ন ও ক্লোজআপ তারকা রাশেদ। সিডি চয়েজের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হয়েছে।

‘এক জীবন-২’ এর ১০ টি গানের লিষ্ট:
  • ১. এক জীবন-২
  • ২. চলো দু'জনে হারাই
  • ৩. সখি তোরা
  • ৪. কর্ণফুলী
  • ৫. যতনে
  • ৬. জেনে নিও
  • ৭. খোল খোল
  • ৮. ধ্রুবতারা
  • ৯. মেয়ে তুমি
  • ১০. পূর্ণতা
এবং একটি Instrumental


।।ডাউনলোড লিংক ডিলিট করা হলো।।

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

Ami Ke (আমি কে) By Topu & Anila Lyrics

শিরোনাম: Ami Ke (আমি কে)
শিল্পী: Topu & Anila (তপু ও আনিলা)
ডাউনলোড লিংক: Download Topu & Anila - Ami Ke














আর এখানে কোন প্রশ্ন নেই মনে
জেনেছি কি যে চাই
আমি কে?

এই খেলাতে কে জয়ী কে হারে,
কি লাভ কি ক্ষতি তার
যে চলে গেছে।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।

কে আমি কে?
কি খুঁজি ভালবাসি কাকে?
কি সুখে কি যে চাই
আমি কে, আমি কে।।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২

E Ki Maya (এ কি মায়া) By Tausif Feat Liza Lyrics

শিরোনাম:  E Ki Maya (এ কি মায়া)
কথা: আর এ সুজন
শিল্পী: Liza (লিজা)
অ্যালবাম: Part-1
ডাউনলোড লিংক:  E Ki Maya By doridro.com














এ কি মায়ার জড়াইলা
থাকিতে পারিনা ঘরেতে
এ কি প্রেমে ডুবাইলা
রইতে পারিনা একা যে।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।।

আমার মনের মায়া
লেগেছে তোরই লাগি
তোকেই কাছে পেতে চায়
অবুঝ এ হৃদয়খানি।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।

হৃদয় উঠোন জুড়ে
এঁকেছি তোরই ছবি
নিরলে তোকেই ভেবে
সাজে আমার পৃথিবী।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।
 

সোমবার, ৩০ জুলাই, ২০১২

Aushomapto (অসমাপ্ত) By Aurthohin Lyrics

শিরোনাম: Aushomapto (অসমাপ্ত)
ব্যান্ড: Aurthohin (অর্থহীন)
অ্যালবাম: Aushomapto-1














তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে,
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে।

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।

সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।

পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়,
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার।

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।

সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।।

তবুও আঁধার শেষে
দেখা দেয় আলো,
অনেক সম্ভাবনার মাঝে
খেলা করে রোদ।

Shoto Asha (শত আশা) By Shunno Lyrics

শিরোনাম: Shoto Asha (শত আশা)
ব্যান্ডঃ শূন্য (Shunno)
অ্যালবামঃ শত আশা (Shoto Asha)
ডাউনলোড লিংক: Shoto Asha




 
 
 
 
 
শত আশা শত আশা
শত আশা শত আশা

কিছু পাবার আশায়
স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাবো বলে
স্বপ্নগুলো আজ মুক্তির পথে
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই

শত আশা শত আশা
শত আশা শত আশা

আজ হাতে রেখে হাত
স্বপ্নগুলো আজ একসাথে
ভুলে যাব না বলে
স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে
আজ সব পথ পেড়িয়ে
শত বাঁধা এড়িয়ে লক্ষ্য খুজতে
চাই

আশাগুলো আজ আলো হয়ে
জ্বলে উঠে
আশাগুলো আজ হেসে তৃপ্তি নেয়
এতে
নেই কোন পিছু টান নেই কোন বাঁধা

শত আশা শত আশা
শত আশা শত আশা
শত আশা শত আশা

রবিবার, ২৯ জুলাই, ২০১২

Amar Jabar Belay (আমার যাবার বেলায়) By Abid Lyrics

শিরোনাম: Amar Jabar Belay (আমার যাবার বেলায়)
শিল্পী: আবিদ শাহরিয়ার
কথা: রবিন্দ্রনাথ ঠাকুর


ডাউনলোড লিংক:  Amar Jabar Belay

আবিদ শাহরিয়ার














আমার যাবার বেলায় পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।
ভোরের আল মেঘের ফাঁকে ফাঁকে
পিছু ডাকে পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।।

বাদল প্রাতের উদাস পাখি ওঠে ডাকি
বনের গোপন শাখে শাখে পিছু ডাকে পিছু ডাকে।
আমার যাবার বেলায় পিছু ডাকে।।

ভরা নদী ছায়ার তলে
ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে।।
আমার প্রাণের ভিতর সে কে
থেকে থেকে বিদায় প্রাতের
উতলাকে পিছু ডাকে পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।।

শুক্রবার, ২৭ জুলাই, ২০১২

Tomar Chokher Anginay ( তোমার চোখের আঙ্গিনায়) Lyrics

শিরোনাম: Tomar Chokher Anginay ( তোমার চোখের আঙ্গিনায়)
শিল্পী: স্টীলার

ডাউনলোড লিংক:  Tomar Chokher Anginay

তোমারও চোখের আঙ্গিনায়,
এখনও কি তেমনি করে জোছনা ছড়ায় আলো
এখনও কি তারার পানে ,চেয়ে থাক আনমনে
তুমি কি আমায় আগের মত বাসো ভালো?

এখনও কি আকাশে মেঘ দেখে,
জানালা খুলে তেমনি থাক বসে
এখনও কি প্রথম প্রেমের মতো,
পরশ বুলায় বৃষ্টি ধারা এসে।
তোমার দীঘল চুলে এখনও কি ছবি আঁকে মেঘের জত কালো,
তুমি কি আমায় আগের মত বাসো ভাল।

এখনও কি পুরনো চিঠি পড়ে,
নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনও কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে।
সন্ধ্যা নেমে এলে এখনও কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো,
তুমি কি আমায় আগের মত বাসো ভালো।

সোমবার, ২৩ জুলাই, ২০১২

Mone Mone (মনে মনে) By Neela Lyrics

শিরোনাম: Mone Mone (মনে মনে) 
শিল্পী: নীলা (Neela)


কতবার চেয়েছি তোমায় মনে মনে,
কতবার ডেকেছি চোখেরই অশ্রুজলে।।

চেয়েছি যেতে তোমার হৃদয়ের কাছে,
ভালোবাসা রয়ে গেছে গোধূলীর মেঘে।
হয়তোও বা কোনও ক্ষনে,
তুমি এসে বলবে হেঁসে।।

এসেছি তোমায় ভালোবেসে
এসেছি তোমায় ভালোবেসে।।

তোমার আকাশে সূর্যেরা সারা দিনে,
কতবার আলোতে জড়ায় তোমাকে।।

আমি আসতে চেয়েছি বারে বারে সেখানে,
জড়াতে তোমায় আমার এই নীল আচলে।
হয়তোও বা কোনও ক্ষনে,
তুমি এসে বলবে হেঁসে।।

এসেছি তোমায় ভালোবেসে
এসেছি তোমায় ভালোবেসে।।

রবিবার, ১ জুলাই, ২০১২

She Je Boshe Ache (সে যে বসে আছে) By Arnob Chowdhury

শিরোনাম: সে যে বসে আছে [She Je Boshe Ache]
অর্ণব চৌধুরী (Arnob Chowdhury)
অ্যালবাম: চাইনা ভাবিস (Chaina Bhabish)














সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে ।।

তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে ।।

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে ।।

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন ।।

Onek Dur Shopno Amar (অনেক দূর স্বপ্ন আমার) By Arnob

শিরোনাম: Onek Dur Shopno Amar (অনেক দূর স্বপ্ন আমার)
অর্ণব (Arnob)














অনেক দূর স্বপ্ন আমার,
অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মতো,
আমার করে তোমায় পাওয়া।

তোমায় পেলে হয়ত আবার,
নতুন গানের সুরটা পাব
অনেক দূরের আকাশ পথে,
তোমায় নিয়ে হারিয়ে যাব।

হারিয়ে যাওয়ার মানেই হলো,
নিজেকে আবার খুঁজে পাওয়া
নিজের জন্য গান লিখেছি,
নিজের জন্য তোমায় চাওয়া।

চাইবে যেদিন আমায় তুমি,
বুঝবে সেদিন ভাল করে
হাতের কাছের তারাগুলো
দেখায় কেন অত দূরে ।

নতুন একটা গান লিখেছি
বুকের মধ্যে পাগলা সুরে
রাতের আকাশ তোমার মতোই
আমিও যাব অনেক দূরে।

মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

Ek Ekta Din Baro Eka Lage (এক একটা দিন বড় একা লাগে) by Moushumi Bhowmik

শিরোনাম: Ek Ekta Din Baro Eka Lage (এক একটা দিন বড় একা লাগে)
শিল্পী: Moushumi Bhowmik (মৌসুমী ভৌমিক)


এক একটা দিন বড় একা লাগে ।।
ঘুম চোখ খুলে দেখি ভোর নেই আর,
ভালো করে সকালটা পাওয়া হয় না।
এক একটা দিন বড় একা লাগে!

এক একটা দিন বড় একা লাগে ।।
আঙ্গুলের ফাঁকে ধরা খোলা কলম,
গান বা তোমাকে চিঠি লেখা হয় না।
এক একটা দিন বড় একা লাগে!

এক একটা দিন বড় একা লাগে ।।
বিকেলে তোমার সাথে একলা ঘরে,
কি কথা বলবো আমি ভেবে পাই না।
এক একটা দিন বড় একা লাগে!

এক একটা রাত বড় একা লাগে।।
পাশ ফিরে শুলে খাট কঁকিয়ে উঠে
কান পেতে থাকি হাওয়া জেগে উঠে না
কান পেতে থাকি কেউ জেগে উঠে না
এক একটা রাত বড় একা লাগে!

শুক্রবার, ৮ জুন, ২০১২

Dekha Hobe Bondhu (দেখা হবে বন্ধু) by Partho Borua lyrics

শিরোনাম: Dekha Hobe Bondhu (দেখা হবে বন্ধু)
শিল্পী: Partho Borua (পার্থ বড়ুয়া)
ব্যান্ড: সোলস


দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়

দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়

দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে

রবিবার, ২৭ মে, ২০১২

Kobe (কবে) By Nemesis

শিরোনাম: Kobe (কবে)
ব্যান্ড: নেমেসিস (Nemesis)
অ্যালবাম: তৃতীয় যাত্রা
ডাউনলোড লিংক:  Kobe (কবে)













কত কথা ঝরে ছিল এই পথে
তবে এত কথা দিয়ে কি হবে
যদি নাই দেখি এই পথ চলে
যদি নাই থাকি তোমারি হয়ে

কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?

আমি ফিরে দেখি ভাঙ্গা আয়নাতে
এই শেষ রাতের গল্পগুলোকে
মনেরই বন্ধ জানালাতে
কথাগুলো আজ হারিয়ে

তবে তোমার কথা শুনে
কতটা পথ দেখব ঘুরে?

কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে

কল্পনা আজ পেছনে ফিরে রয়
অন্ধ ভুবনে
কথাগুলো আজ জড়িয়ে একসাথে
অন্য কারো সুরে

কবে…কবে……
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে……


Lyrics Courtesy: lyricsbanglasong.wordpress.com/

Arshi Nogor (আরশী নগর) by Lalon Geeti

শিরোনাম: Arshi Nogor (আরশী নগর)
কন্ঠ: শাহজাহান মুন্সী (Shahjahan Munshi)
অ্যালবাম: এক জনা
ডাউনলোড লিংক: Arshi Nogor














বাড়ির কাছে আরশী নগর
(একঘর) সেথা এক পড়শী বসত করে-
আমি একদিনও না দেখিলাম তারে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে,
বাঞ্ছা করি দেখব তারে
(আমি) কেমনে সেথা যাই রে।।

কি বলব পড়শীর কথা,
হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে
ক্ষণেক থাকে শূণ্যের উপর
(ওসে) ক্ষণেক ভাসে নীরে।।

পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো দূরে।
সে আর লালন একখানে রয়-
(তবু) লক্ষ যোজন ফাঁক রে।।

শনিবার, ১৯ মে, ২০১২

Ami Khola Janala (আমি খোলা জানালা) By Srikanto Acharya

শিরোনাম: Ami Khola Janala (আমি খোলা জানালা) 
শিল্পী: Srikanto Acharya
অ্যালবাম: Shonar meye
ডাউনলোড লিংক: Ami Khola Janala














আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ।

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
তুমি কাছে না থাকা খেয়ালী শুধু
আমি বিরহী ইতিহাস!

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

Ochena Shohore (অচেনা শহরে) by Winning

শিরোনাম: Ochena Shohore (অচেনা শহরে)
ব্যান্ড: Winning (উইনিং)
অ্যালবাম: Ochena Shohore (অচেনা শহরে)

  
এক স্বচ্ছ অনাবিল আকাশে
মেঘ ভাসে
প্রশান্ত সময়ের পটভূমিতে
রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে


এক ছোট্ট মায়াবী শহরে
একটি ছেলে
একাকী ভাবে সেই ঘুড়ির সাথে
যাবে কোন অচেনা শহরে


কোন এক অচেনা শহরে
ঘুম ভাঙে
সোনালী আলোর রথে
ভেসে আসে সুদূরের ডাক


কোন এক অশান্ত বাতাসে
ডানা মেলে
অপূর্ন স্মৃতির দেয়ালে
বাঁধা পায় জীবনের সুর


উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো


কোন এক অজানা পাহাড়ে
দিন শেষে
ধুসর জীবনের বিবর্তনে
খুঁজে পাই পথেরই শেষ


কোন এক অনন্ত আকাশে
দেখি চেয়ে
হাজার তারার ভীড়ে
মিশে গেছে জীবনের গান


উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো

বুধবার, ৯ মে, ২০১২

Kothay Jabi (কোথায় যাবি) by ZooEL ft Kona

শিরোনাম : কোথায় যাবি [Kothay Jabi]
শিল্পী : জুয়েল, কনা [ZooEL ft Kona]

Download link : Kothay Jabi (Full Song) ZooEL ft Kona












বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি ।।

তোর পরানে আমার এ মন
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাচিনা ।।

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি

এক জীবনে একটু ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে ।।

যাস নারে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহু দূরে কেউ তো জানবে না ।।

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

Palai Palai by Sharmin Ahmed and Mishu Khan (Shohortoli Band)

গান: পালাই পালাই
কথা: মাহমুদ দিদার ও আশিকুর রহমান
সুর ও সংগীতায়োজন: মিশু খান
শিল্পী: শারমিন আহমেদ ও মিশু খান
কিবোর্ড: হেলাল
মিক্সিং ও মাস্টারিং: সানী
স্টুডিও: শহরতলীর গুহা



চৌরাস্তার মোড়
আঁধারের ঘুম
পালাই পালাই
খোলা চোখ চুরি করে
পালাই পালাই

গোলাকার একা বৃত্তের
পতিত প্রশ্ন মানব
শুকনো পক্ষের শেষ রাতে
লেখা চিরকুট
হারিয়ে গেছে বলে
গন্তব্য জানা নেই


গোলকধাঁধায় গন্তব্যহীন খোলা চোখ
চিরকুট সন্ধানে ঘুম ছেড়ে দিগন্তে
পালাই পালাই
ঢোল পূর্ণিমার রাতে মিলবে গিয়ে পথ
আর হারানো চিরকুট
প্রশ্ন মানবের কাছে
কোনো উত্তর জানা নেই



শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

Ami megh chure dei (আমি মেঘ ছুড়ে দেই) by Carbonized

শিরোনাম: Ami megh chure dei (আমি মেঘ ছুড়ে দেই)
 ~:::Carbonized:::~

Vocal - Dhrubo
Lead Guitar - Saiful
Bass Guitar - Hira
Rhythm - Dhrubo
Drum - Riad

ডাউনলোড লিংক:  Carbonized - Megh Chhure Dei







যদি ভুলে যাও না হয় আমাকে,
পারবে কি ভুলে যেতে আমার স্নৃতিকে
যদি মুছে দাও আমার স্নৃতিকে,
পারবে সুখি হতে আমাকে ভুলে

আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে।।

ব্যাথা গুলো আর ব্যাথা দেয় না,
ব্যাথা গুলো ভুলে গেছি
জ্বালা গুলো আর জ্বালা দেয় না,
জ্বালা গুলো পুষে রাখি
অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা,
কাঁদতে আমার আর ভাল লাগেনা।

আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে।।

বৃষ্টি হলে ভেবেনিও তুমি
এ আমার চোখেরও জল।।
অনেক ভেবেছি আর ভাবতে চাইনা,
ভাবতে আমার ভালো লাগে না।

আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে।।

Jokhon Somoy (যখন সময়) by Nachiketa

শিরোনাম: Jokhon Somoy (যখন সময়)
শিল্পী: নচিকেতা
অ্যালবাম: Ei Besh Bhalo Achi (এই বেশ ভাল আছি)

ডাউনলোড লিংক: Download Nachiketa - Jokhon Shomoy Thomke Darai














যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন


যখন আমার গানের পাখি
শুধূ আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন


যখন এমনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন


যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

Issa kore (ইচ্ছে করে) by Winning

শিরোনাম: Issa kore (ইচ্ছে করে)
Winning (উইনিং)


ইচ্ছে করে
যাই চলে যাই অচিনপুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর...


ইচ্ছে করে
হাটি এলোমেলো মেঠো পথ ধরে
গানের সুরে ছন্দে মাতি
ইচ্ছে করে


শহর থেকে একটু দুরে
ছায়া ঘেরা মোঠো পথ
পেড়োলেই
ছায়াঘেরা নদী
শ্যামল সবুজ বন
ইচ্ছে করে দেখি ভরে এই
দু' নয়ন


ইচ্ছে করে
যাই চলে যাই অচিনপুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর...


ক্লান্ত লাগে নগর জীবন
কৃত্রিম প্রেমে বিষন্ন এ মন
ইচ্ছে করে সাগর পারে
সন্ধ্যা বেলা
দেখি সূর্যডোবা
দেখি বালুকাবেলা
জোৎস্না রাতে তারার মেলায়
নিমগ্ন একা


হেটে যাই
চলে যাই অনেক দুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর...


ইচ্ছে করে
হাটি এলোমেলো মেঠো পথ ধরে
গানের সুরে ছন্দে মাতি
ইচ্ছে করে

Kotha Dao (কথা দাও) by তাওসিফ

শিরোনাম: Kotha Dao (কথা দাও)
শিল্পী: তাওসিফ
অ্যালবাম: অন্বেষণ (ANNESHON)

ডাউনলোড লিংক:  Download Tausif - Kotha Dao
ANNESHON


















নীলাকাশ ছুতে পারি যদি তুমি চাও
ওই মেঘ হতে পারি, যদি তুমি চাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

ভালোবেসে যেতে পারি যদি তুমি চাও
এ জীবন দিতে পারি জমিয়ে যাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

আজ মন ছুটেছে সুখের বাড়ি , দুঃখের সাথে দিয়ে আড়ি,
চৌ সীমানা দেব পাড়ি , বাধা যে মানবনা
এস ভালবাসার ছায়াতলে মন ভেজাবো সুখের জলে
ভয় যে আর করিনা।

দেখ রাত ছুটেছে চাদের বাড়ি , মনের মাঝে স্বপ্ন তারি
সব আলোতে দেব ভোরে আধার যে ডাকবেনা
সেই সপ্নের কথা সত্যি হলে
মন সাজাব ফুলে ফুলে
ঘুম যে আর হবেনা।

Dure Kothao Asi Bose (দূরে কোথাও আছি বসে) by তাওসিফ

শিরোনাম: Dure Kothao Asi Bose (দূরে কোথাও আছি বসে)
শিল্পী: তাওসিফ
অ্যালবাম: অন্বেষণ (ANNESHON)














দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

অনুরাগে ঝরে চাঁদও আজ
এ লগনেও এলেনা,
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলেনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

নীল আচল নিরমল হাওয়া
এ লগনেও এলেনা,
অচেতন থাকে মন
নিষ্প্রান যত ভাবনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

Hridoye Amar Bangladesh (হৃদয়ে আমার বাংলাদেশ) by Habib Wahid, Arfin Rumey & Pradeep

শিরোরাম: Hridoye Amar Bangladesh (হৃদয়ে আমার বাংলাদেশ)
শিল্পী: হাবিব, আরফিন রুমি ও প্রাদীপ কুমার









হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

Kichu Kichu No. Thekhe (কিছু কিছু নাম্বার থেকে) by Amader Golpo

Airtel Presents - Amader Golpo
শিরোনাম: Kichu Kichu No. Thekhe (কিছু কিছু নাম্বার থেকে)


কিছু কিছু নাম্বার থেকে,
আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এস এম এস পড়ে,
আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায়,
লিখবোনা কোন চিঠি
কোন কোন গলি তে,
করবে না মন হাটা হাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে,
আর আসবেনা কোন ফোন।

খুঁজবো না আমি খুঁজবেনা এই মন খুঁজবেনা এই চারপাশ
কখনো রঙিন কখনো ধূসর কখনো নীল আকাশ।
জেনেছি আমি জেনেছে মন জেনেছে এই চারপাশ
যাবেনা ফিরানো তবু ফিরানো মিলছে আশ্বাস।
অনেক আড্ডায় অনেক হাঁসিতে হয়না খোঁজা সেই মন
হারানোর বেদনায় পিছে ফেলে সমসাময়িক সুখ।
অনেক একায় অনেক ভিতরকে খুজে ফিরি
একটু দাঁড়া আসছি আমি না হয় হচ্ছে একটু দেরি।

কিছু কিছু নাম্বার থেকে,
আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এস এম এস পড়ে,
আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায়,
লিখবোনা কোন চিঠি
কোন কোন গলি তে,
করবে না মন হাটা হাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে,
আর আসবেনা কোন ফোন।

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২

এক বৈশাখে দেখা হয়েছিল

শিরোনাম: এক বৈশাখে দেখা হয়েছিল


এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার

তখনি তো হলো দেখা

যেই না নয়ন কিছু পেয়েছে
জানাজানি হয়ে গেছে
অধর যখনি কথা পেয়েছে
জানি না তো কী যে হবে
এর পরে কিছু পেলে এ হৃদয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়

প্রথমে চমক ছিল

তারপরে ভালোলাগা এসেছে
ভুলে গেছি সেই মন
যে মন খুশির চোটে ভেসেছে
জানি না তো কী যে হবে
সব কিছু হয়ে গেলে তন্ময়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়

তুমি আমি দেখা হবে বৈশাখী মেলার মাঠে

শিরোনাম: তুমি আমি দেখা হবে, বৈশাখী মেলার মাঠে


রমনী করো নাকো ভুল,
বসন্তে খোপায় দিতে ফুল
দাও কানে মাটির গড়া দুল,
মনে হবে রং করা পুতুল।

এমনি দিনে তোমায়, ভালোবেসে মরতে চাই
যেখানে গোধুলি মিশে।
তুমি আমি দেখা হবে 
বৈশাখী মেলার মাঠে।।


বাসন্তি শাড়ি পড়ে তুমি,
বাজাবে মন রিনিঝিনি।।
উদাশ হয়ে যাও, বাউলের এক তারা
খুশিরও মাতন উঠাবে।
তুমি আমি দেখা হবে 
বৈশাখী মেলার মাঠে।।

ললনার বাকা ঠোটের হাসি,
সে হাসি হোক গলায় ফাসি।।
তুবুও ভালোবাসি, করনা আমায় দোষি
ভেঙ্গনা মন আঘাতে।
তুমি আমি দেখা হবে 
বৈশাখী মেলার মাঠে।।

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২

Shopnoghuri (সপ্ন ঘুড়ি) by Shunno

শিরোনাম: Shopnoghuri (সপ্ন ঘুড়ি)
BY: Shunno (শূণ্য)
Album (অ্যালবাম): Rong 


ভেজা ঘাস মারিয়ে, ছুটে চলি সপ্নের দেশে।
হঠাৎ কালো মেঘ এসেছে যায় আকাশে
এমনি করে সপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে,
ভাঙ্গা সপ্নের সুর ফিরে আসে আমাতে।
দুরাকাশে আবির মেঘে সপ্ন দেখব আমি,
ভোরের সপ্ন সত্যি হবে একথা আমি জানি।
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পরি হব বলে সপ্ন ঘুড়ি।

জানালার ফাঁকে রোদে এসে ঘুম ভাঙ্গায় আমার,
হয়ত তখন ঘুমের ঘোরে ছিলাম পাশে তোমার।
এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর, সপ্নের সাথে নিরন্তর,
দুরাকাশে আবির মেঘে সপ্ন দেখব আমি,
ভোরের সপ্ন সত্যি হবে একথা আমি জানি।
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পরি, হব বলে সপ্ন ঘুড়ি।

এমনি করে সপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙ্গা সপ্নের সুর ফিরে আসে আমাতে
দুরাকাশে আবির মেঘে সপ্ন দেখব আমি,
ভোরের সপ্ন সত্যি হবে একথা আমি জানি।
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পরি, হব বলে সপ্ন ঘুড়ি।

Kar Chobi Nei (কার ছবি নেই) by Sanjib Chowdhury

শিরোনাম: Kar Chobi Nei (কার ছবি নেই)
শিল্পী: Sanjib Chowdhury (সঞ্জীব চৌধুরী)
ডাউনলোড: Sanjib Chowdhury - Kar Chobi Nei


কার ছবি নেই
কেউ কি ছিলো
এই ভেবে ডুবে গেছে রাত
প্রশ্নেও নেই উত্তরে নেই
মাঝরাতে ডুবেছে মাতাল

নেই কাছে নেই
গল্প তোমার
চমকে উঠে
ডাকে আয় কাছে আয়

চাঁদনী গেছে দূরের আঙ্গিনায়
কার ঘরে চাঁদ জেগে রয়
নাম শুধু নাম জ্বলে অবিরাম
এইখানে আমিও ছিলাম
বলেছ বারণ বলেছ বিদায়
স্বপ্ন বাড়ায় তবু
হাত ডাকে আয়

আয়না ভাঙে সে স্বপ্ন ভাঙে
কার ঘরে ভেঙে পরে ঘুম
গল্প ভাঙে তবু গল্প জমে
এই চোখে রাত্রি নিঝুম
একলা এ ঘর একলা প্রহর
থমকে দাঁড়ায়
কুয়াশায় কুয়াশায়

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

হৃদয় জুড়ে যত ভালোবাসা - উইনিং

শিরোনাম: হৃদয় জুড়ে যত ভালোবাসা 
উইনিং




হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে


যখন দেখি তোমায় আমি
অনেক কাছে
হৃদয় গভীরে শুকনো আকাশ
মেঘে ভরে যে ।।


অশ্রু বরষা জাগাও তুমি
নিবিরে থেকেও জেনে


হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে


যখন দেখি তোমার হাসি
মনের মাঝে
মনের নীলে হারাই আমি
সঙ্গোপনে ।।


জীবন ভরসা দিয়েছো তুমি
আমাকে নিরবে ভালোবেসে

 
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

পাগলা হাওয়ার বাদল-দিনে

শিরোনাম: পাগলা হাওয়ার বাদল-দিনে
শিল্পী: আবিদ

কথা: রবিন্দ্রনাথ ঠাকুর
অ্যালবাম: তারুন্যের জয়গান















পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে॥



ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না–
দেয়াল যত সব গেল টুটে॥



বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।



যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।



পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে॥

রবিবার, ৮ এপ্রিল, ২০১২

Sporsho by Aushruto

ঘন কুয়াশার গাঢ় ভীড়ে
শীত কননে ভেসে আসে,
তোমার আঁকা সপ্ন ছবি

বাঁধি আমি সপ্ন ডোরে।।

তারার মেলার অঢেল ভীড়ে

খুঁজছি তোমায় নিয়ম দিয়ে,
তোমার বলা মিষ্টি বুলি

শুনছি আমি অবাক হয়ে।
আধার আলোর খেলা ঘরে

বসে আছি অলস দেহে,
অলীক প্রেমের মাতম তুলে

ভাবি তোমায় একা বসে।

দিচ্ছি আজ প্রথম চিঠি

বৃষ্টি বিন্দুর কালি মেখে,
দেখছি আজ নতুন ধরা

তোমার দু'চোখ দিয়ে।
ঐ ভির আঁকড়ে ধরি তোমায়

চেতনার অবসাদে,
ভালবাসি শুধু তোমায়

এ জীবন ভরে।

তারার মেলার অঢেল ভীড়ে... হুম..মম..ম...
তোমার বলা মিষ্টিবুলি... হে..এ..এ...
 

তারার মেলার অঢেল ভীড়ে
খুঁজছি তোমায় নিয়ম দিয়ে,
তোমার বলা মিষ্টি বুলি

শুনছি আমি অবাক হয়ে।
আধার আলোর খেলা ঘরে

বসে আছি অলস দেহে,
অলীক প্রেমের মাতম তুলে

ভাবি তোমায় একা বসে।